How does Lear react to Cordelia’s refusal to flatter him?
A
He consults the nobles to mediate
B
He forgives her immediately
C
He angrily disowns her and banishes her
D
He postpones dividing the kingdom
উত্তরের বিবরণ
কর্ডেলিয়ার সরল এবং সত্যিকারের ভালোবাসা প্রকাশ না করা লিয়ারের ক্রোধ উস্কে দেয়। তিনি তাকে রোষান্বিতভাবে নির্বাসিত করেন।
এটি লিয়ারের অহংকারপূর্ণ এবং আবেগপ্রবণ চরিত্র প্রকাশ করে।
তিনি চাইছিলেন প্রেমের প্রকাশ মিথ্যা বা অতিরঞ্জিত হোক।
রিগান ও গনরিল এই সুযোগ নিয়ে ক্ষমতা দখল করে।
Cordelia-এর সততা নাটকের নৈতিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0
Updated: 13 hours ago
How does Hamlet escape from the ship to England?
Created: 1 month ago
A
He bribes the captain
B
He swims to shore
C
Pirates attack and free him
D
He is rescued by Horatio
ইংল্যান্ডে যাওয়ার পথে জলদস্যুরা Hamlet-এর জাহাজ আক্রমণ করে। আশ্চর্যজনকভাবে তারা Hamlet-কে ক্ষতি না করে ডেনমার্কে ফিরিয়ে দেয়। এই ঘটনাই Hamlet-কে Claudius-এর ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে প্রতিশোধের সুযোগ দেয়।

0
Updated: 1 month ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 2 weeks ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 2 weeks ago
What does the “washing hands” scene symbolize for Lady Macbeth?
Created: 1 month ago
A
Fear of assassination
B
Joy of victory
C
Her guilt over murders
D
Desire for power
ঘুমের মধ্যে Lady Macbeth বারবার হাত ধোয়ার ভান করে, যেন রক্তের দাগ যাচ্ছে না। এটি তার অন্তরের অপরাধবোধ ও মানসিক ভাঙন প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে।

1
Updated: 1 month ago