Why does King Lear decide to divide his kingdom among his daughters?
A
To reward the daughter who expresses her love most convincingly
B
To avoid political conflicts
C
To give all daughters equal rights
D
To follow the nobles’ advice
উত্তরের বিবরণ
লিয়ার তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করবেন তার উপর ভিত্তি করে। তিনি ভেবেছিলেন, এইভাবে প্রেম ও আনুগত্যকে পুরস্কৃত করা যায়।
এটি আবেগপ্রবণ এবং যুক্তিহীন সিদ্ধান্ত। রিগান ও গনরিল মিথ্যা ভালোবাসা দেখিয়ে ক্ষমতা দখল করে। Cordelia সত্যিকারের ভালোবাসা দেখালেও সরলতার কারণে শাস্তি ভোগ করেন।
এই সিদ্ধান্ত নাটকের মূল সংঘাত এবং ট্র্যাজেডির সূচনা করে। শেক্সপিয়ার দেখিয়েছেন মানব দুর্বলতা ও অহংকার রাজনীতিতে কতটা বিপজ্জনক হতে পারে।
0
Updated: 1 month ago
What is the purpose of Banquo’s prophecy about his descendants?
Created: 2 months ago
A
To create jealousy in Macbeth
B
To ensure Banquo’s name lives on
C
To suggest future kingship in his line
D
To plant rivalry between the two friends
ডাইনিরা Banquo-কে যে ভবিষ্যদ্বাণী করে, তাতে ইঙ্গিত থাকে যে সে নিজে কখনো রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাবে। এই ভবিষ্যদ্বাণী Macbeth-এর মনে উচ্চাকাঙ্ক্ষা ও ভয়ের বীজ বপন করে, যা তার পরবর্তী অনেক কাজকে প্রভাবিত করে এবং নাটকে ভাগ্য ও স্বাধীন ইচ্ছার দ্বন্দ্বের থিমকে আরও গভীর করে।
0
Updated: 2 months ago
In his first appearance Hamlet was wearing-
Created: 1 month ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
হ্যামলেট প্রথমবার নাটকে (অ্যাক্ট ১, সীন ২) প্রদর্শিত হওয়ার সময় শোকে পরিপূর্ণ পোশাকে থাকেন।
-
তিনি কালো পোশাক পরেছেন, যা “ইঙ্কি ক্লোক” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার পিতার, কিং হ্যামলেটের, সাম্প্রতিক মৃত্যুর কারণে তার শোক ও বেদনা প্রকাশ করে।
-
এই পোশাকের মাধ্যমে তিনি রাজপ্রাসাদের অন্যান্য সদস্যদের থেকে আলাদা দেখান, যা তার মর্মাহত এবং শোকাহত মানসিক অবস্থার প্রতিফলন।
0
Updated: 1 month ago
Why is Gratiano’s presence important at the end of the play?
Created: 2 months ago
A
He comforts Othello
B
He kills Iago
C
He inherits Othello’s fortune
D
He takes Cassio’s position
গ্রাশিয়ানো, ব্র্যাব্যানশিওর আত্মীয়, নাটকের শেষে উপস্থিত থেকে ওথেলোর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হয়। যদিও তার ভূমিকা ছোট, তবু এই উপস্থিতি নাটকের সমাপ্তি এবং ভেনিসীয় সমাজে শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা বোঝায়।
1
Updated: 2 months ago