How does Hamlet view human mortality after seeing Yorick’s skull?
A
As a humorous reminder of past friendships
B
As inevitable and equalising for all humans
C
As irrelevant to his current troubles
D
As an opportunity to take revenge quickly
উত্তরের বিবরণ
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যুর অবশ্যম্ভাবিতা এবং মানুষের সমানতা সম্পর্কে ভাবতে বাধ্য করে। ছোট মেয়ের খেলা বা রাজাদের ক্ষমতা সবই মৃত্যু দ্বারা সমান হয়ে যায়। এটি মানব জীবনের ক্ষণস্থায়িত্ব ও সময়সীমা স্মরণ করায়।
হ্যামলেট তার শৈশব ও অতীতের স্মৃতি পুনর্বিবেচনা করেন। নাটকটি মানুষের অস্তিত্ব ও মৃত্যু সম্পর্কে দার্শনিক চিন্তাভাবনা তুলে ধরে।
একই সঙ্গে, এটি নাটকের ট্র্যাজিক টোন ও চরিত্রের গভীরতা বৃদ্ধি করে। ফলস্বরূপ, ইয়োরিকের খুলি হ্যামলেটের দার্শনিক মনোভাব এবং নাটকের কেন্দ্রীয় থিমের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

0
Updated: 13 hours ago
Who says, “Reputation is an idle and most false imposition”?
Created: 1 month ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
Iago এই উক্তিতে বলে, সুনাম আসলে মানুষের দ্বারা তৈরি এক ভ্রান্ত ধারণা। কিন্তু বিদ্রূপ হচ্ছে—সে নিজেই সুনাম নষ্ট করে ষড়যন্ত্র চালায়। শেক্সপিয়র এখানে ভণ্ডামি, চাতুর্য ও নৈতিক দুর্বলতাকে তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago
Somnambulism” can be related to which character?
Created: 22 hours ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।

0
Updated: 22 hours ago
"Life's but a walking shadow, a poor player, That struts and frets his hour upon the stage, And then is heard no more;” These memorable lines in Shakespearean tragedy are spoken by -
Created: 1 week ago
A
Lady Macbeth
B
Banquo
C
Duncan
D
Macbeth
William Shakespeare ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত। তিনি মানবজীবনের জটিলতা, প্রেম, ট্র্যাজেডি ও মানবিক দুর্বলতাকে নাটকে দক্ষভাবে ফুটিয়ে তুলেছিলেন। তার রচনাগুলো আজও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়।
-
জন্ম ও মৃত্যু: তিনি ২৩ এপ্রিল, ১৫৬৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং একই দিনে ২৩ এপ্রিল, ১৬১৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
-
জন্মস্থান: স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন।
-
উপাধি: তাকে প্রায়ই The Bard of Avon নামে অভিহিত করা হয়।
Macbeth তার অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যেখানে মানবিক উচ্চাভিলাষ, অপরাধবোধ এবং নিয়তির করুণ পরিণতি তুলে ধরা হয়েছে।
সংলাপ (Macbeth কর্তৃক উচ্চারিত):
"Tomorrow, and tomorrow, and tomorrow,
Creeps in this petty pace from day to day,
To the last syllable of recorded time;
And all our yesterdays have lighted fools
The way to dusty death. Out, out, brief candle!
Life’s but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more.
It is a tale Told by an idiot, full of sound and fury,
Signifying nothing."
Macbeth-এর অন্যান্য বিখ্যাত উক্তি:
-
"Your face is a book, where men may read stress matters."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand's."
-
"Look like the innocent flower But be the serpent under it."
-
"Fair is foul, and foul is fair."

0
Updated: 1 week ago