I have ____ interest in the matter.
A
not
B
any
C
none
D
no
উত্তরের বিবরণ
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.
0
Updated: 3 months ago
Cricket is a kind of play. It is also a kind of _________.
Created: 1 month ago
A
insect
B
food
C
bird
D
flower
Cricket is a kind of play. It is also a kind of insect.
Cricket (খেলা)
-
English Meaning: একটি খেলা যা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বল, ব্যাট এবং দুইটি উইকেট ব্যবহার করা হয়। দুই দলের খেলোয়াড় সংখ্যা হয় ১১ জন করে। প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বেশি রান সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
-
Bangla Meaning: ক্রিকেট খেলা।
Cricket (পোকা)
-
English Meaning: এটি এক ধরনের পোকা যা ঘাসফড়িং জাতের হলেও পা তুলনামূলক ছোট। পুরুষ পোকার বিশেষত্ব হলো – এরা চিঁ-চিঁ জাতীয় সুরেলা শব্দ উৎপন্ন করে।
-
Bangla Meaning: ঝিঁঝি পোকা।
Source: Bangla Academy – Accessible Dictionary
0
Updated: 1 month ago
Fill in the blank: She went to New Market _____.
Created: 1 month ago
A
on foot
B
on feet
C
by foot
D
by walking
সঠিক উত্তর হবে on foot। সম্পূর্ণ বাক্য হবে: She went to New Market on foot. বাংলায় এর অর্থ হলো: তিনি পায়ে হেঁটে নিউমার্কেটে গিয়েছিলেন।
তথ্যগুলো নিচে দেওয়া হলো—
-
On foot (Phrase): এর অর্থ হলো Walking rather than traveling by car or using other transport।
-
যদি কেউ কোথাও on foot যায়, তার মানে সে হেঁটে সেখানে যাচ্ছে।
-
অর্থাৎ, যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে on foot ব্যবহৃত হয়।
-
Example: It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
0
Updated: 1 month ago
'David Copperfield' is a/an ___ novel.
Created: 2 months ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
David Copperfield (Charles Dickens রচিত উপন্যাস)
-
David Copperfield ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens-এর লেখা একটি উপন্যাস। তাই একে ভিক্টোরিয়ান উপন্যাস হিসেবে ধরা হয়।
-
উপন্যাসটির পূর্ণ নাম The Personal History of David Copperfield। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৫০ সালে বই আকারে বের হয়।
-
Dickens নিজে মনে করতেন, এটি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাই তিনি উপন্যাসটিকে আখ্যা দিয়েছিলেন তাঁর “favorite child.”
-
কাহিনীর অনেক অংশই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। অর্থাৎ, এটি একটি semi-autobiographical (আত্মজীবনীমূলক) উপন্যাস। গল্পের সময়কাল রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের সময়কে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ
-
David Copperfield
-
Uriah Heep
-
Peggotty
-
James Steerforth
-
Wilkins Micawber
-
Edward Murdstone
-
Aunt Betsey Trotwood
-
Dora Spenlow প্রমুখ
লেখক Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
-
মৃত্যু: ৯ জুন ১৮৭০
-
ছদ্মনাম: “Boz”
-
ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times ইত্যাদি
তথ্যসূত্র: Encyclopaedia Britannica এবং Live MCQ Lecture
0
Updated: 2 months ago