Don't make a noise while your father_______.
A
is being asleep
B
is sleeping
C
asleep
D
has slept
উত্তরের বিবরণ
• "While" ব্যবহৃত হলে দুটি কাজ একসাথে চলার ধারণা দেয়।
-
যদি while এর আগে বাক্যটি past indefinite কালে হয়, তাহলে পরবর্তী অংশটি সাধারণত past continuous টেন্সে হয়।
-
আবার, যদি while দিয়ে শুরু হওয়া অংশটি past continuous হয়, তবে অপর অংশটি past indefinite হয়।
• নিয়ম অনুযায়ী সঠিক ক্রিয়াপদ হবে — is sleeping.
পূর্ণ বাক্য: Do not make a noise while your father is sleeping.

0
Updated: 2 months ago
Fill in the gap with the right tense : When water ___ it turns into ice.
Created: 2 weeks ago
A
will freeze
B
freezes
C
would freeze
D
froze
১. শূন্যস্থানে সঠিক উত্তর: freezes
-
সম্পূর্ণ বাক্য: When water freezes, it turns into ice.
২. “When” দিয়ে যুক্ত দুটি clause-এর নিয়ম:
যখন দুটি clause চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করে এবং তারা When দ্বারা যুক্ত থাকে, তখন উভয় clause-ই Present Indefinite tense এ থাকবে।
-
সহজভাবে বলতে গেলে: যদি “When” যুক্ত clause-এ যে ঘটনা ঘটে তার ফলাফলও Present Indefinite tense-এ থাকে, তাহলে মূল “When” clause-ও Present Indefinite tense-এ হবে।
উদাহরণ:
-
When the wind blows, it rustles the leaves in the trees.
-
I still feel tired when I wake up early in the morning.
-
When metal becomes hot, it expands.
উৎস: ইংরেজি ব্যাকরণ বই, বিশেষ করে “Tense in Conditional and Time Clauses” সংক্রান্ত অধ্যায়।

0
Updated: 2 weeks ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 1 month ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 1 month ago
What are you so angry___?
Created: 1 month ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 1 month ago