A
is being asleep
B
is sleeping
C
asleep
D
has slept
উত্তরের বিবরণ
• "While" ব্যবহৃত হলে দুটি কাজ একসাথে চলার ধারণা দেয়।
-
যদি while এর আগে বাক্যটি past indefinite কালে হয়, তাহলে পরবর্তী অংশটি সাধারণত past continuous টেন্সে হয়।
-
আবার, যদি while দিয়ে শুরু হওয়া অংশটি past continuous হয়, তবে অপর অংশটি past indefinite হয়।
• নিয়ম অনুযায়ী সঠিক ক্রিয়াপদ হবে — is sleeping.
পূর্ণ বাক্য: Do not make a noise while your father is sleeping.

0
Updated: 2 weeks ago
They travelled to Savar __________.
Created: 5 days ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 5 days ago
I have ____ interest in the matter.
Created: 2 weeks ago
A
not
B
any
C
none
D
no
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.

0
Updated: 2 weeks ago
The prices of rice are -
Created: 6 days ago
A
raising
B
risen
C
rising
D
raised
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 6 days ago