How does Claudius reveal his guilt?
A
Through his reaction during “The Mousetrap” play
B
By consulting with Polonius
C
By confessing to Hamlet directly
D
By writing a letter to Laertes
উত্তরের বিবরণ
ক্লডিয়াসের অপরাধ “The Mousetrap” নাটকের মাধ্যমে প্রকাশ পায়। হ্যামলেট তার পিতার হত্যার দৃশ্য নাটকের মধ্যে পুনঃউপস্থাপন করে। ক্লডিয়াসের অস্বস্তি, নাটক বন্ধ করার চেষ্টা এবং অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া তার অপরাধকে স্পষ্ট করে।
নাটকটি মনস্তাত্ত্বিক প্রমাণ হিসেবে কাজ করে। ক্লডিয়াসের ভয় তার অপরাধের স্বীকৃতি দেয়। এটি নাটকের টেনশন এবং সাসপেন্স বাড়ায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন চরিত্রের প্রতিক্রিয়া প্রমাণের চেয়ে শক্তিশালী হতে পারে। ফলস্বরূপ, ক্লডিয়াসের অপরাধ নিশ্চিত হওয়ার পরে হ্যামলেট প্রতিশোধের পথে এগোতে পারে।

0
Updated: 13 hours ago
Which character is the heroine character from ‘As You Like It’ written by Shakespeare?
Created: 5 days ago
A
Portia
B
Rosalind
C
Viola
D
Ophelia
Rosalind হলো William Shakespeare-এর কমেডি ‘As You Like It’-এর প্রধান নারী চরিত্র। নাটকটি একটি pastoral comedy, যা ৫টি acte বিশিষ্ট এবং ১৫৯৮–১৬০০ সালের মধ্যে রচিত। ১৬২৩ সালে এটি First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। কাহিনীর প্রধান অংশ ঘটে The Forest of Arden নামে একটি কাল্পনিক জঙ্গলে, যেখানে Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প, পরিবারিক ক্ষমতার দ্বন্দ্ব, এবং নানা নাটকীয় ঘটনার মাধ্যমে প্রেমিক যুগলের পরিণতি ফুটে ওঠে।
-
As You Like It-এর মূল বিষয়বস্তু:
-
Romantic comedy ধাঁচের নাটক
-
Orlando এবং Rosalind-এর প্রেমের গল্প
-
Duke Frederick তার বড় ভাই Duke Senior কে নির্বাসিত করে
-
Orlando কে তার ছোট ভাই Oliver ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে
-
Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে
-
আর্ডেনের জঙ্গলে প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায়
-
-
প্রধান চরিত্রসমূহ:
-
Rosalind (Heroine)
-
Celia (Rosalind-এর cousin)
-
Orlando (Male lead)
-
Oliver
-
Duke Senior
-
Duke Frederick
-
Touchstone
-
Audrey
-
-
বিখ্যাত উক্তি:
-
“All the world's a stage And all the men and women are merely players.”
-
“Sweet are the uses of adversity.”
-
“Love is merely a madness.”
-
“To the last gasp with truth and loyalty.”
-
“I'll have no husband, if you be not he.”
-
“Under the greenwood tree who loves to die with me, and turn his merry note.”
-
-
William Shakespeare (1564–1616):
-
English poet, dramatist, এবং actor
-
English National Poet; জন্মস্থান: Stratford-upon-Avon (Bard of Avon বা Swan of Avon)
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত
-
সাহিত্যকর্ম: ৩৭টি play, ১৫৪টি sonnet, long narrative poems
-
পরিচিত মূলত drama এবং sonnet-এর জন্য
-
-
বিখ্যাত কমেডি নাটকসমূহ:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night's Dream
-

0
Updated: 5 days ago
Why did Lady Macbeth not kill Duncan herself?
Created: 1 month ago
A
Duncan looks like her father
B
She fears the guards
C
She wants Macbeth to prove his manhood
D
She wants a clean conscience
Lady Macbeth বলে যে Duncan ঘুমের মধ্যে তার বাবার মতো দেখতে লাগছিল, তাই সে নিজে হত্যা করতে পারেনি। এটি তার ভিতরের মানবিক দুর্বলতার আভাস দেয়, যদিও সে Macbeth-কে হত্যায় প্ররোচিত করে।

0
Updated: 1 month ago
Why can Macduff kill Macbeth despite the prophecy?
Created: 1 month ago
A
He uses magic
B
He was born by C-section
C
He is a king
D
He tricks him
শেক্সপিয়রের "Macbeth" নাটকে ভবিষ্যদ্বাণীতে বলা হয়:
"None of woman born shall harm Macbeth."
এটি শুনে ম্যাকবেথ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, কারণ সে ভাবে সকল মানুষই তো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তাই কেউই তাকে হত্যা করতে পারবে না।
কিন্তু শেষে দেখা যায়, Macduff বলেন:
"Macduff was from his mother's womb untimely ripped."
অর্থাৎ, Macduff স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্মায়নি, বরং সিজারিয়ান (C-section) অপারেশনের মাধ্যমে জন্মেছিলো। তাই, সে ভবিষ্যদ্বাণীর বাইরে পড়ে, এবং ম্যাকবেথকে হত্যা করতে পারে।
এই কারণেই ভবিষ্যদ্বাণী সত্য হয়, কিন্তু ভিন্ন অর্থে – যেটা ম্যাকবেথ বুঝতে পারেনি।
সংক্ষেপে: Macduff সিজারিয়ানে জন্ম নেওয়ায় "woman born" এর ব্যতিক্রম হিসেবে গণ্য হয়, তাই সে Macbeth-কে হত্যা করতে পারে

1
Updated: 1 month ago