What motivates Hamlet’s famous “To be or not to be” soliloquy?
A
Curiosity about life and death
B
Desire to impress the court with philosophy
C
Frustration with Ophelia’s behavior
D
His deep inner conflict over action versus inaction
উত্তরের বিবরণ
হ্যামলেটের “To be or not to be” সলোলোকি তার অন্তর্মুখী দ্বন্দ্ব প্রকাশ করে। পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার মনে দ্বিধা জন্মায়। তিনি ভাবেন, জীবন চালিয়ে যাওয়া কি ভালো, নাকি মৃত্যু গ্রহণ করা উচিত।
তার চিন্তাভাবনা “action vs. inaction” নাটকের মূল থিমের সঙ্গে সম্পর্কিত।এই সলোলোকি হ্যামলেটকে দার্শনিক ও নৈতিকভাবে জটিল চরিত্র হিসেবে ফুটিয়ে তোলে।
এটি দর্শকের সঙ্গে মানসিক সংযোগ এবং নাটকের সাসপেন্স তৈরি করে।হ্যামলেটের দ্বিধা তার মধ্যবর্তী চরিত্র বিকাশ এবং মানসিক গভীরতা স্পষ্ট করে।ফলস্বরূপ, সলোলোকি নাটকের কেন্দ্রীয় সংঘাত ও চরিত্রের মানসিক দ্বন্দ্বকে সুন্দরভাবে প্রকাশ করে।

0
Updated: 13 hours ago
In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of_
Created: 1 month ago
A
Norway
B
Britain
C
Denmark
D
France
'Hamlet' ছিলেন ডেনমার্কের রাজপুত্র। Hamlet অর্থ- A small village that doesn't have its own church | ডেনমার্কের রাজহত্যা ও রাজপুত্র Hamlet কর্তৃক প্রলম্বিত প্রতিশোধ 'Hamlet' নাটকের মূল বিষয়বস্তু।

0
Updated: 1 month ago
Who says, “Put out the light, and then put out the light”?
Created: 1 month ago
A
Desdemona
B
Othello
C
Iago
D
Brabantio
এই লাইনটি ওথেলো বলে যখন সে ডেসডিমোনাকে হত্যা করার আগে প্রদীপ নিভিয়ে দেয়। প্রথম আলো নিভানো প্রতীকী, আর দ্বিতীয়টি তার স্ত্রীর জীবন। এখানে ভালোবাসা ও হত্যা একইসাথে মিশে আছে, যা নাটকের করুণ ট্র্যাজেডিকে গভীর করে।

1
Updated: 1 month ago
Who is sitting in Macbeth's chair at the banquet, visible only to Macbeth?
Created: 22 hours ago
A
The ghost of Duncan
B
The ghost of Banquo
C
The ghost of King Hamlet
D
The ghost of his father
This famous scene occurs in Act 3, Scene 4 of Macbeth, যেখানে Macbeth নতুন রাজা হয়েছেন এবং witches-এর ভবিষ্যদ্বাণীর কারণে তিনি Banquo এবং তার ছেলে Fleance কে হত্যা করার পরিকল্পনা করেছেন।
-
Context: Macbeth fears that Banquo's descendants will inherit the throne, তাই তিনি কিছু murderers কে নিযুক্ত করেন। তারা Banquo কে হত্যা করতে সক্ষম হলেও, Fleance পালাতে সক্ষম হয়।
-
The Scene: Macbeth একটি উত্সবমূলক banquet আয়োজন করেন Scottish lords-এর জন্য। তিনি যখন নিজের আসনে বসতে যান, তখন তিনি দেখতে পান Banquo-এর রক্তাক্ত ভূত তার চেয়ারে বসে আছে।
-
Significance: ভূতটি Macbeth-এর অপরিমেয় guilt এবং paranoia-এর প্রতিফলন। Macbeth-এর ভূতের প্রতি ভয় ও আতঙ্ক, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, তার মনোবলহীনতা প্রকাশ করে এবং nobles-এর সামনে তার সর্বজনীন পতনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 22 hours ago