What does Yorick’s skull symbolise in Hamlet’s reflection?
A
It provides comic relief in the scene
B
It motivates him to seek revenge immediately
C
It reminds Hamlet of death’s inevitability and human equality
D
It symbolizes Ophelia’s lost innocence
উত্তরের বিবরণ
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যু এবং মানুষের সমানতা সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটি স্মরণ করিয়ে দেয় যে রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই মৃত্যুর মুখোমুখি হয়।
খুলি দেখিয়ে শেক্সপিয়ার মানুষের অস্থায়ী জীবন ও সময়ের সীমা প্রতিফলিত করেছেন। হ্যামলেট শিশুকালের স্মৃতি, আনন্দ ও সম্পর্ক নিয়ে ভাবেন। এটি তার দার্শনিক মনোভাব এবং মানুষের অস্তিত্বের সীমাবদ্ধতা প্রকাশ করে।
নাটকে এটি মৃত্যুর সত্য এবং মানবজাতির সমতার প্রতীক। এই দৃশ্য হ্যামলেটের চিন্তাভাবনাকে গভীর করে এবং নাটকের দার্শনিক ও ট্র্যাজিক টোন তৈরি করে।

0
Updated: 14 hours ago
Who wrote The Tempest?
Created: 1 month ago
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton

0
Updated: 1 month ago
Who delivers the final speech in Hamlet?
Created: 1 month ago
A
Horatio
B
Claudius
C
Fortinbras
D
Laertes
নাটকের শেষে Fortinbras ডেনমার্কে প্রবেশ করে এবং নিহত রাজপুত্র হ্যামলেটের জন্য সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়। তার শেষ বক্তব্য নাটকের করুণ পরিণতিকে রাষ্ট্রীয় ও ঐতিহাসিক পরিসরে নিয়ে যায়।

0
Updated: 1 month ago
'Venus and Adonis' is a/an ______ by Shakespeare.
Created: 1 month ago
A
history play
B
comedy
C
narrative poem
D
tragedy
'Venus and Adonis' - William Shakespeare-র লেখা একটি narrative poem.
Venus and Adonis:
- Shakespeare, Ovid’s Metamorphoses এর বই এর গল্প থেকে কবিতাটি লেখার জন্য ধারণা নিয়েছিলেন।
- এই কবিতাটি গ্রীক পুরাণের ভেনাস ও অ্যাডোনিস উপাখ্যানের উপর ভিত্তি করে রচিত যা একজন মানুষ এবং দেবীর মধ্যকার অসম প্রেম কাহিনীর বর্ণনা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্র Adonis হচ্ছে একজন অনিন্দ্য সুন্দর যুবক, শিকার করা যার পেশা আর ভেনাস হলেন goddess of love.
• ভেনাস, অ্যাডোনিসকে তার প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু অ্যাডোনিস শিকারে মনোনিবেশ করায় ভেনাসের প্রেমকে প্রত্যাখ্যান করেন। একদিন ভেনাস স্বপ্নে দেখেন শিকার করতে গিয়ে এডোনিসের মৃত্যু ঘটেছে এবং এ ব্যাপারে তিনি অ্যাডোনিসকে সতর্ক ও করেন। কিন্তু অ্যাডোনিস তাঁর কথা অমান্য করে শিকার করতে গেলে পরবর্তীতে অ্যাডোনিসকে একটি ভয়ঙ্কর বন্য শূকরের সাথে লড়াই করতে হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে।ভেনাস অতীব দুঃখিত হয়ে তার রক্তে ফুল ফোটান।
• এই কাব্যগ্রন্থে ভেনাসের অ্যাডোনিসের প্রতি অনুরাগ এবং তার মৃত্যুর পর গভীর শোক বর্ণিত হয়েছে। কবিতাটি প্রেম, কামনা এবং মৃত্যুর একটি উপাখ্যান।
• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet লিখেছেন।
- কিন্তু apart from these sonnets, Shakespeare তিনটি narrative poem লিখেছেন।
• এগুলো হচ্ছে -
- Venus and Adonis,
- The Rape of Lucrece,
- A Lover's Complaint, ইত্যাদি।
• Shakespeare dedicated the poems Venus and Adonis and The Rape of Lucrece to Henry Wriothesley, 3rd earl of Southampton.
- উল্লেখ্য যে, Adonais নামে Percy Bysshe Shelley এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and Venus and Adonis by William Shakespeare.

0
Updated: 1 month ago