What does Yorick’s skull symbolise in Hamlet’s reflection?
A
It provides comic relief in the scene
B
It motivates him to seek revenge immediately
C
It reminds Hamlet of death’s inevitability and human equality
D
It symbolizes Ophelia’s lost innocence
উত্তরের বিবরণ
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যু এবং মানুষের সমানতা সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটি স্মরণ করিয়ে দেয় যে রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই মৃত্যুর মুখোমুখি হয়।
খুলি দেখিয়ে শেক্সপিয়ার মানুষের অস্থায়ী জীবন ও সময়ের সীমা প্রতিফলিত করেছেন। হ্যামলেট শিশুকালের স্মৃতি, আনন্দ ও সম্পর্ক নিয়ে ভাবেন। এটি তার দার্শনিক মনোভাব এবং মানুষের অস্তিত্বের সীমাবদ্ধতা প্রকাশ করে।
নাটকে এটি মৃত্যুর সত্য এবং মানবজাতির সমতার প্রতীক। এই দৃশ্য হ্যামলেটের চিন্তাভাবনাকে গভীর করে এবং নাটকের দার্শনিক ও ট্র্যাজিক টোন তৈরি করে।
0
Updated: 1 month ago
Why does Othello kill Desdemona?
Created: 2 months ago
A
He is convinced of her betrayal
B
He wants revenge on her father
C
He loves Emilia
D
He seeks political power
ওথেলো ডেসডিমোনাকে গভীরভাবে ভালোবাসলেও Iago-র ষড়যন্ত্রে প্রতারিত হয়। সে বিশ্বাস করে ডেসডিমোনা কাসিওর সাথে অবিশ্বস্ত আচরণ করেছে। এই ভ্রান্ত ধারণার কারণেই ওথেলো তাকে হত্যা করে। প্রকৃতপক্ষে তার সিদ্ধান্ত ছিল অবিবেচক ও আবেগপ্রবণ, যা নাটকের ট্র্যাজেডি সৃষ্টি করে।
1
Updated: 2 months ago
The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play-
Created: 2 weeks ago
A
Hamlet
B
Macbeth
C
Othello
D
King Lear
উক্তিটি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি “Hamlet” থেকে নেওয়া। এটি William Shakespeare রচিত একটি কালজয়ী সৃষ্টি যেখানে মানবমনের জটিলতা, প্রতিশোধ, ভালোবাসা ও নৈতিক দ্বন্দ্ব একত্রে ফুটে উঠেছে। উক্তিটি ‘Frailty, thy name is woman’, যা হ্যামলেট তাঁর মাকে উদ্দেশ্য করে উচ্চারণ করেন।
এতে তিনি মায়ের পুনর্বিবাহের প্রতি গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন এবং নারীদের চরিত্রগত দুর্বলতার প্রতীক হিসেবে উপস্থাপন করেন। এই উক্তি হ্যামলেটের প্রথম soliloquy বা একান্ত মনোলগ থেকে উদ্ধৃত। তথ্যসমূহ নিম্নরূপ
-
উক্তিটি William Shakespeare এর রচিত বিখ্যাত ট্র্যাজেডি “Hamlet” থেকে নেওয়া, যেখানে মানবিক দুর্বলতা ও নৈতিকতার সংকট চমৎকারভাবে ফুটে উঠেছে।
-
উক্তি ‘Frailty, thy name is woman’ হ্যামলেট তাঁর মাকে উদ্দেশ্য করে বলেন, যা তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের প্রতি অসন্তোষের প্রকাশ।
-
উক্তিটির মাধ্যমে হ্যামলেট নারীদের প্রতি তার অবিশ্বাস, মানসিক ক্ষোভ এবং নৈতিক দুর্বলতার অভিযোগ তুলে ধরেন।
-
এটি “Hamlet” নাটকের প্রথম soliloquy থেকে উদ্ধৃত, যা হ্যামলেটের অন্তর্দ্বন্দ্ব ও মানসিক বেদনার প্রতিফলন।
Hamlet সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
এটি শেক্সপিয়ারের রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও আলোচিত নাটক।
-
নাটকটি ৫ অঙ্ক বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা হয়, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
নাটকের মূল চরিত্র Prince Hamlet, যিনি Denmark এর রাজপুত্র।
-
জার্মানি থেকে বাবার শেষকৃত্যে অংশ নিতে ফিরে এসে হ্যামলেট জানতে পারে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং তিনিই তার বাবার হত্যাকারী।
-
পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে হ্যামলেট নানা কৌশল অবলম্বন করেন, যার ফলে নাটকটি ক্রমে গভীর ট্র্যাজিক পরিণতির দিকে অগ্রসর হয়।
-
নাটকের antagonist বা ভিলেন চরিত্র Claudius, যার ষড়যন্ত্র ও রাজসিংহাসনের লালসা গোটা ট্র্যাজেডির মূল চালিকাশক্তি।
-
শেষ পর্যন্ত হ্যামলেটের মৃত্যুর মধ্য দিয়ে নাটকের করুণ সমাপ্তি ঘটে, যা মানবজীবনের অনিবার্য ট্র্যাজেডির প্রতীক।
Hamlet-এর কিছু বিখ্যাত উক্তি
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
প্রধান চরিত্রসমূহ
-
Hamlet – নাটকের নায়ক ও ডেনমার্কের রাজপুত্র
-
Claudius – হ্যামলেটের চাচা ও প্রতিপক্ষ চরিত্র
-
Gertrude – হ্যামলেটের মা
-
Ophelia – হ্যামলেটের প্রিয়তমা
-
Horatio – হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু
-
Polonius – Ophelia-র পিতা
-
Laertes – Ophelia-র ভাই
এই নাটক শুধু ইংরেজি সাহিত্যের নয়, সমগ্র বিশ্বসাহিত্যের এক অমর সম্পদ, যেখানে মানবিক দুর্বলতা ও নৈতিক সংগ্রাম গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
0
Updated: 2 weeks ago
Who is the daughter of King Lear?
Created: 2 months ago
A
Desdemona
B
Cordelia
C
Ophelia
D
Rosalind
King Lear
-
রচনা: William Shakespeare, 5-act tragedy (1605–06 লেখা, 1608 প্রকাশ)।
-
মূল কাহিনি: বৃদ্ধ রাজা King Lear তার তিন কন্যার মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন।
-
কন্যারা: Goneril, Regan, Cordelia।
-
Cordelia সত্যবাদী ও চাটুকারিতা এড়িয়ে চলে; King Lear তাকে বিতাড়িত করে।
-
ট্র্যাজেডি মূলত সত্যবাদিতা, অহং, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে।
Important Characters:
King Lear, Goneril, Regan, Cordelia, Edmund, Edgar।
Famous Quotations:
-
"How sharper than a serpent's tooth it is To have a thankless child!"
-
"Nothing will come of nothing: speak again."
-
"I am a man more sinned against than sinning."
-
"Speak what we feel, not what we ought to say."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon। মৃত্যু: 23 April 1616।
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon, founder of Globe Theatre (1599)।
-
সাহিত্যিক রচনা: 37 plays, 154 sonnets।
0
Updated: 2 months ago