How does Hamlet’s relationship with his mother contribute to the conflict?
A
It is the source of comic relief
B
It intensifies his feelings of betrayal and moral outrage
C
It makes him decide to leave Denmark
D
It motivates him to reconcile with Claudius
উত্তরের বিবরণ
হ্যামলেটের মা, গার্ট্রুডের সঙ্গে সম্পর্ক নাটকের দ্বন্দ্বকে গভীর করে। মা দ্রুত পুনর্বিবাহ করেছেন, যা হ্যামলেটকে বিশ্বাসঘাতকতা এবং হতাশার অনুভূতি দেয়।
এই ব্যক্তিগত আঘাত তার নৈতিক ক্রোধ এবং প্রতিশোধের ইচ্ছা বাড়ায়।গার্ট্রুডের আচরণ হ্যামলেটকে মানসিকভাবে অস্থির এবং ক্রুদ্ধ করে। এটি তার প্রতিশোধ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
মায়ের প্রতি হতাশা তার চরিত্রকে দার্শনিক এবং সংবেদনশীল বানায়। সম্পর্কের দ্বন্দ্ব নাটকের প্রধান সংঘাতের উৎস।ফলস্বরূপ, হ্যামলেটের মায়ের সঙ্গে সম্পর্ক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
0
Updated: 1 month ago
How does Lady Macbeth die?
Created: 2 months ago
A
She is killed in battle
B
She is poisoned
C
She commits suicide
D
Macbeth kills her
Lady Macbeth অপরাধবোধে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘুমের ঘোরে সে হত্যার কথা প্রকাশ করে। অবশেষে সে আত্মহত্যা করে। এটি তার উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এবং অপরাধবোধের প্রতীক।
1
Updated: 2 months ago
How many soliloquies are there in “Hamlet”?
Created: 1 month ago
A
5
B
6
C
3
D
7
হ্যামলেট নাটকে মোট সাতটি সলিলোকুই রয়েছে, যা চরিত্রটির অন্তর্দৃষ্টি, আবেগগত অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে তার ক্রমবর্ধমান উপলব্ধিকে প্রকাশ করে।
-
“O that this too too sullied flesh would melt”
-
“O all you host of heaven”
-
“O, what a rogue and peasant slave am I”
-
“To be, or not to be”
-
“’Tis given out that, sleeping, I was murdered”
-
“Now might I do it pat”
-
“How all occasions do inform against me”
এই সলিলোকুইগুলো হ্যামলেটের মনের দ্বন্দ্ব, জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে তার ভাবনা, প্রতিশোধ গ্রহণের সংকট এবং ধীরে ধীরে তার মানসিক পরিপক্বতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
Who kills Polonius?
Created: 3 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।
0
Updated: 3 months ago