How does Hamlet’s relationship with his mother contribute to the conflict?
A
It is the source of comic relief
B
It intensifies his feelings of betrayal and moral outrage
C
It makes him decide to leave Denmark
D
It motivates him to reconcile with Claudius
উত্তরের বিবরণ
হ্যামলেটের মা, গার্ট্রুডের সঙ্গে সম্পর্ক নাটকের দ্বন্দ্বকে গভীর করে। মা দ্রুত পুনর্বিবাহ করেছেন, যা হ্যামলেটকে বিশ্বাসঘাতকতা এবং হতাশার অনুভূতি দেয়।
এই ব্যক্তিগত আঘাত তার নৈতিক ক্রোধ এবং প্রতিশোধের ইচ্ছা বাড়ায়।গার্ট্রুডের আচরণ হ্যামলেটকে মানসিকভাবে অস্থির এবং ক্রুদ্ধ করে। এটি তার প্রতিশোধ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
মায়ের প্রতি হতাশা তার চরিত্রকে দার্শনিক এবং সংবেদনশীল বানায়। সম্পর্কের দ্বন্দ্ব নাটকের প্রধান সংঘাতের উৎস।ফলস্বরূপ, হ্যামলেটের মায়ের সঙ্গে সম্পর্ক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।

0
Updated: 14 hours ago
Why does Hamlet kill Polonius?
Created: 1 month ago
A
As revenge for Ophelia
B
In self-defense
C
To protect Gertrude
D
Mistaken identity
Hamlet Gertrude-এর ঘরে কথা বলার সময় পর্দার আড়ালে আওয়াজ শোনে এবং ভাবে Claudius লুকিয়ে আছে। সে তৎক্ষণাৎ আঘাত করে, কিন্তু পরে দেখে নিহত ব্যক্তি Polonius। এই ভুলে কাহিনি আরও জটিল হয় এবং Laertes প্রতিশোধের পথে যায়।

1
Updated: 1 month ago
How does Hamlet view human mortality after seeing Yorick’s skull?
Created: 13 hours ago
A
As a humorous reminder of past friendships
B
As inevitable and equalising for all humans
C
As irrelevant to his current troubles
D
As an opportunity to take revenge quickly
ইয়োরিকের খুলি হ্যামলেটকে মৃত্যুর অবশ্যম্ভাবিতা এবং মানুষের সমানতা সম্পর্কে ভাবতে বাধ্য করে। ছোট মেয়ের খেলা বা রাজাদের ক্ষমতা সবই মৃত্যু দ্বারা সমান হয়ে যায়। এটি মানব জীবনের ক্ষণস্থায়িত্ব ও সময়সীমা স্মরণ করায়।
হ্যামলেট তার শৈশব ও অতীতের স্মৃতি পুনর্বিবেচনা করেন। নাটকটি মানুষের অস্তিত্ব ও মৃত্যু সম্পর্কে দার্শনিক চিন্তাভাবনা তুলে ধরে।
একই সঙ্গে, এটি নাটকের ট্র্যাজিক টোন ও চরিত্রের গভীরতা বৃদ্ধি করে। ফলস্বরূপ, ইয়োরিকের খুলি হ্যামলেটের দার্শনিক মনোভাব এবং নাটকের কেন্দ্রীয় থিমের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

0
Updated: 13 hours ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 1 month ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.

1
Updated: 1 month ago