What is the significance of Ophelia’s madness?
A
It is caused solely by Hamlet’s harsh words
B
It shows the impact of romantic heartbreak
C
It reflects the moral and political decay of Elsinore
D
It serves as comic relief in a tragic story
উত্তরের বিবরণ
অফেলিয়ার পাগলামি শুধুমাত্র ব্যক্তিগত দুঃখ নয়, এটি রাজপ্রাসাদের নৈতিক ও রাজনৈতিক অবক্ষয়কেও প্রতিফলিত করে। পিতার মৃত্যু, হ্যামলেটের আচরণ এবং প্রাসাদের কুশাসনের কারণে তার মনোবল ভেঙে পড়ে।
তার গান, কথার বিভ্রান্তি এবং আচরণ নাটকের সামগ্রিক বিশৃঙ্খলাকে প্রতিফলিত করে।তার পাগলামি সমাজের অসঙ্গতি ও নৈতিক অবক্ষয় প্রকাশ করে। নাটকে এটি রাজনৈতিক ও ব্যক্তিগত সংঘাতের মধ্যে সম্পর্ক দেখায়।
শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে রাজ্য ও ব্যক্তিগত জীবনের অশান্তি একে অপরকে প্রভাবিত করে। আফেলিয়ার মৃত্যু এবং মানসিক অবস্থা ট্র্যাজেডি এবং নাটকের গভীরতা বাড়ায়।অতএব, আফেলিয়ার পাগলামি কেবল ব্যক্তিগত দুঃখ নয়, বরং পুরো প্রাসাদের ধ্বংস এবং অনৈতিকতার প্রতীক।

0
Updated: 13 hours ago
Caliban is an important character from Shakespeare's—
Created: 1 week ago
A
The Tempest
B
Hamlet
C
Macbeth
D
Othello
The Tempest উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম আকর্ষণীয় নাটক। এতে নানা জটিল চরিত্র ও কাহিনি বিন্যাস পাওয়া যায়। প্রধান চরিত্রগুলো হলো:
-
Prospero
-
Ferdinand
-
Miranda
-
Ariel
-
Caliban
-
Alonso
-
Antonio
-
Sebastian
শেকসপিয়ারের অন্যান্য বিখ্যাত নাটকগুলোতেও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন:
-
Hamlet থেকে: Hamlet, Horatio, Ophelia, Claudius ইত্যাদি
-
Macbeth থেকে: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches
-
Othello থেকে: Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia ইত্যাদি

0
Updated: 1 week ago
What role does Ariel play in the play?
Created: 1 month ago
A
Villain
B
Spirit-servant
C
Ship captain
D
Duke’s son
Ariel হলো এক অতিপ্রাকৃত আত্মা, যে Prospero-র বিশ্বস্ত সেবক। সে জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রে ঝড় তোলে। এরপর সে নাটকের চরিত্রদের বিভ্রান্ত করে এবং Prospero-র পরিকল্পনা সফল করতে সাহায্য করে। Ariel স্বাধীনতা চায় এবং নাটকের শেষে Prospero তাকে মুক্তি দেয়। Ariel নাটকের প্রতীকী স্বাধীনতার প্রতিচ্ছবি।

1
Updated: 1 month ago
How does Gloucester lose his eyesight?
Created: 1 month ago
A
He is blinded by Regan and Cornwall
B
He is stabbed by Edmund
C
He is poisoned by Goneril
D
He falls in battle
Gloucester Lear-এর প্রতি বিশ্বস্ত থাকার কারণে Regan ও Cornwall তাকে শাস্তি দেয়। তারা নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলে। এই দৃশ্য শেক্সপিয়রের অন্যতম ভয়ঙ্কর দৃশ্য এবং অন্ধত্ব থিমের প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 1 month ago