নিচের কোনটি সঠিক?
A
অহঃ + নিশা = অহর্নিশ
B
অহঃ + নিশ = অহর্নিশ
C
অহঃ + নিশা = অহর্নিশা
D
অহ + নিশ = অহর্নিশ
উত্তরের বিবরণ
বিসর্গ সন্ধি ও উদাহরণ
১. সংজ্ঞা:
-
বিসর্গ (ঃ) যখন কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে মিলিত হয়ে বিশেষভাবে পরিবর্তিত হয়, তখন তাকে বিসর্গ সন্ধি বলা হয়।
২. বিসর্গ সন্ধির নিয়ম:
-
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ বা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে তালব্য শিশ ধ্বনি হয়।
-
অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জনের স্থলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।
-
অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে বিসর্গ স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
৩. উদাহরণ:
-
বাচঃ + পতি = বাচস্পতি
-
ভাঃ + কর = ভাস্কর
-
অহঃ + নিশা = অহর্নিশ
-
অহঃ + অহ = অহরহ

0
Updated: 14 hours ago
সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 14 hours ago
A
গৃহ + উর্ধ্ব = গৃহর্দ্ধ
B
গৃ + উর্ধ্ব = গৃহোর্দ্ধ
C
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
D
গৃহঃ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
সন্ধির নিয়ম (অ-কার বা আ-কার + উ-কার বা ঊ-কার):
-
অ-কার বা আ-কারের পরে উ-কার বা ঊ-কার থাকলে উভয় মিলিত হয়ে ও-কার হয়
-
ও-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
-
উদাহরণ:
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
যথা + উচিত = যথোচিত
-
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
-
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
-

0
Updated: 14 hours ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।

0
Updated: 1 month ago
'বহূর্ধ্ব' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
বহূ + উর্ধ্ব
B
বহু + ঊর্ধ্ব
C
বহু + উর্ধ্ব
D
বহু + ঊর্দ্ধ
সন্ধির নিয়ম (উ-কার সংযোগ)
নিয়ম:
উ-কার অথবা উ-কারের পর উ-কার/ঊ-কার থাকলে উভয় মিলিত হয়ে উ-কার রূপে উচ্চারিত হয়। এই উ-কার পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়।
উদাহরণ:
-
মরু + উদ্যান = মরূদ্যান
-
বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
-
বধূ + উৎসব = বধূৎসব
-
ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 weeks ago