He gave up ____ football when he got married.
A
to play
B
playing
C
play
D
of playing
উত্তরের বিবরণ
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.
0
Updated: 3 months ago
Put the right word in the blank. ''He reached the_________of his literary career.''
Created: 4 weeks ago
A
abattoir
B
acme
C
admonish
D
abdicate
সঠিক বাক্যটি হলো - He reached the acme of his literary career, যা নির্দেশ করে যে সে তার সাহিত্যিক ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে।
-
Acme:
-
English meaning: the highest stage of development or the most excellent example of something.
-
Bengali meaning: শীর্ষ; চূড়া; উন্নতির সর্বোচ্চ শিখর; পরোৎকর্ষ, যেমন: the acme of one’s career অর্থাৎ কারো ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্য।
-
অন্য গুরুত্বপূর্ণ শব্দসমূহ:
-
Abattoir = কসাইখানা
-
Admonish = মৃদু ভর্ৎসনা করা
-
Abdicate = ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা
0
Updated: 4 weeks ago
She has __ her hair a beautiful shade of brown.
Created: 3 months ago
A
colored
B
given
C
dried
D
dyed
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dyed.
- Complete sentence: She has dyed her hair a beautiful shade of brown.
• Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Example: Priscilla’s hair was dyed jet black.
Source: Longman Dictionary of Contemporary English
0
Updated: 3 months ago
The idiom "A stitch in time saves nine" _____ refers the importance of-
Created: 2 months ago
A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
প্রবাদ বাক্য: "A stitch in time saves nine"
বাংলা অর্থ: “সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।”
অর্থাৎ, কোনো সমস্যা ছোট অবস্থায় সমাধান করলে বড় সমস্যা তৈরি হওয়া রোধ করা যায়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে, সময়মতো কাজ করা বা সমস্যা দেখা মাত্র সমাধান করা শ্রেয়, কারণ সময় নষ্ট করলে পরে সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে। এটি “timely action” বা যথাসময়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্বকে নির্দেশ করে।
উদাহরণ: “It seems that something is wrong with my car; it’s better to get it checked because a stitch in time saves nine.”
(অর্থাৎ, গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে তা এখনই ঠিক করানো ভালো, পরে সমস্যাটা বড় হয়ে গেলে অনেক ঝামেলা হবে।)
Reference: Merriam Webster.
0
Updated: 2 months ago