নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত নয় কোনটি?
A
মার্তণ্ড
B
প্রৌঢ়
C
গবাক্ষ
D
শুদ্ধাদোন
উত্তরের বিবরণ
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
-
সংজ্ঞা: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নিয়ম অনুসরণ না করে যে শব্দগুলোর সৃষ্টি হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়।
-
অর্থাৎ, স্বরধ্বনির সংযোগের ক্ষেত্রে সাধারণ স্বরসন্ধি নিয়ম প্রযোজ্য হয় না।
উদাহরণ:
-
কুল + অটা = কুলটা (কুলাটা নয়)
-
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
-
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)
-
অন্য + অন্য = অন্যান্য
-
মার্ত + অণ্ড = মার্থণ্ড
-
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
0
Updated: 1 month ago
'মহর্ষি' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
মহ + ঋষি
B
মহাঃ + ঋষি
C
মহা + ঋষি
D
মহঃ + ঋষি
সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
মহা + ঋষি = মহর্ষি
শীত + ঋত = শীতার্ত
জন + এক = জনৈক
বন + ওষধি = বনৌষধি
প্রতি + এক = প্রত্যেক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 2 months ago
নিচের কোনটি সঠিক?
Created: 1 month ago
A
অহঃ + নিশা = অহর্নিশ
B
অহঃ + নিশ = অহর্নিশ
C
অহঃ + নিশা = অহর্নিশা
D
অহ + নিশ = অহর্নিশ
বিসর্গ সন্ধি ও উদাহরণ
১. সংজ্ঞা:
-
বিসর্গ (ঃ) যখন কোনো স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সঙ্গে মিলিত হয়ে বিশেষভাবে পরিবর্তিত হয়, তখন তাকে বিসর্গ সন্ধি বলা হয়।
২. বিসর্গ সন্ধির নিয়ম:
-
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ বা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে তালব্য শিশ ধ্বনি হয়।
-
অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জনের স্থলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।
-
অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে বিসর্গ স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
৩. উদাহরণ:
-
বাচঃ + পতি = বাচস্পতি
-
ভাঃ + কর = ভাস্কর
-
অহঃ + নিশা = অহর্নিশ
-
অহঃ + অহ = অহরহ
0
Updated: 1 month ago
'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
ক্ষুধ্ + পিপাসা
B
ক্ষুধা + পিপাসা
C
ক্ষুদ্ + পিপাসা
D
ক্ষুৎ + পিপাসা
সূত্র (দ্ ও ধ্ এর পরিবর্তন):
-
নিয়ম: দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
উদাহরণ:
-
দ্ > ত্ : তদ্ + কাল = তৎকাল
-
ধ্ > ত্ : ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা
-
অন্যান্য উদাহরণ: হৃৎকম্প, তৎপর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
0
Updated: 2 months ago