কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয়?
A
মিশুক
B
মিথ্যুক
C
নিন্দক
D
চড়ক
উত্তরের বিবরণ
কৃৎ-প্রত্যয় ও কৃদন্ত শব্দ:
-
কৃৎ-প্রত্যয়: ধাতুর পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃদন্ত শব্দ: কৃৎ-প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√চড়্ + ক = চড়ক
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণগুলোতে, ‘ক’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয় এবং ‘চড়ক’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।
-
বৈপরীত্য উদাহরণ: মিথ্যুক = মিথ্যা + উক → এটি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত, কৃৎ-প্রত্যয় নয়।

0
Updated: 14 hours ago
'শোচনীয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
√শুচ্ + নীয়
B
√শোচ্ + অনীয়
C
√শোচ্ + নীয়
D
√শুচ্ + অনীয়
কৃৎ প্রত্যয়: অনীয় (অনীয়র)
অর্থ: যোগ্য বা কর্তব্য বোঝাতে ব্যবহার হয়। এই কৃৎ প্রত্যয়টি বিশেষণ শব্দ গঠনে ব্যবহৃত হয়।
উদাহরণ:
ধাতু (মূল শব্দ) | কৃৎ + অনীয় | অর্থ/ব্যাখ্যা |
---|---|---|
√কৃ | করণীয় | করা যাইবার যোগ্য |
√দৃশ্ | দর্শনীয় | দেখা যাইবার যোগ্য |
√শুচ | শোচনীয় | শোক প্রকাশ করার যোগ্য |
√স্মৃ | স্মরণীয় | মনে রাখার যোগ্য |
√পালি | পালনীয় | পালন করার যোগ্য |
√বৃ | বরণীয় | গ্রহণ করার যোগ্য |
আরও উদাহরণ:
-
মাননীয়
-
পূজনীয়
-
পানীয়
-
গ্রহণীয়
-
রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
শ্রবণ+অ
B
√শ্রী + অন
C
√শ্ৰু + অন
D
√শ্রব + অন
অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন (কৃৎ প্রত্যয়)

0
Updated: 2 weeks ago
‘নয়ন’- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
Created: 1 month ago
A
নী + অন
B
নে + অন
C
নৌ + অন
D
নয় + ন
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।

0
Updated: 1 month ago