'বোঁটাখসা' কোন সমাস?
A
ব্যাধিকরণ বহুব্রীহি
B
সমানাধিকরণ বহুব্রীহি
C
প্রত্যয়ান্ত বহুব্রীহি
D
মধ্যপদলোপী বহুব্রীহি
উত্তরের বিবরণ
বহুব্রীহি সমাসের প্রকারভেদ:
১. ব্যাধিকরণ বহুব্রীহি:
-
বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ যদি কোনোোটিই বিশেষণ না হয়, তখন তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলা হয়।
-
উদাহরণ:
-
আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ
-
কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব
-
বীণা পানিতে যার = বীণাপাণি
-
-
পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
-
উদাহরণ: দুই কান কাটা যার = দুকানকাটা, বোঁটা খসেছে যার = বোঁটাখসা
-
-
অনুরূপ: ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা
২. সমানাধিকরণ বহুব্রীহি:
-
পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
-
উদাহরণ:
-
হত হয়েছে শ্রী যার = হতশ্রী
-
খোশ মেজাজ যার = খোশমেজাজ
-
-
অনুরূপ: হৃতসর্বস্ব, উচ্চশির, পীতাম্বর, নীলকণ্ঠ, জবরদস্তি, সুশীল, সুশ্রী, বদবস্তু, কমবস্তু
৩. ব্যতিহার বহুব্রীহি:
-
ক্রিয়ার পারস্পরিক অর্থে এই সমাস হয়। পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয়।
-
উদাহরণ:
-
হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি
-
কানে কানে যে কথা = কানাকানি
-
-
অনুরূপ: চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি
৪. মধ্যপদলোপী বহুব্রীহি:
-
বহুব্রীহি সমাসের ব্যাখ্যা প্রদানের জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ সমস্তপদে লোপ পেলে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
-
উদাহরণ:
-
বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী
-
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি
-
-
অনুরূপ: গায়ে হলুদ, মেনিমুখো

0
Updated: 14 hours ago