As the sun _____, I decided to go out.
A
shines
B
has shone
C
shine
D
was shining
উত্তরের বিবরণ
যখন অতীতে একটি ঘটনা ঘটার সময় অন্য একটি কাজ চলমান ছিল, তখন চলমান কাজটি past continuous tense-এ প্রকাশ করা হয়। যদি প্রধান কাজটি past indefinite tense-এ হয় এবং তা as দ্বারা যুক্ত হয় কারণ বোঝাতে, তবে প্রথম অংশটি চলমান অবস্থার কারণে past continuous হয়।
এই ব্যাকরণিক কাঠামো অনুযায়ী, এখানে "was shining" ব্যবহৃত হওয়াই যথাযথ।
উদাহরণ বাক্য: As the sun was shining, I decided to go out.
0
Updated: 3 months ago
Put the appropriate preposition for the sentence below : Some writers sink ____ oblivion in course of time.
Created: 2 months ago
A
on
B
from
C
under
D
into
Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।
Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.
0
Updated: 2 months ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 3 months ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।
0
Updated: 3 months ago
In English grammar, ____ deals with formation of sentences.
Created: 2 months ago
A
Morphology
B
Etymology
C
Syntax
D
Semantics
Syntax: ইংরেজি ব্যাকরণে Syntax বলতে বোঝায় ― কোনো বাক্যে শব্দ ও ফ্রেজ কীভাবে সাজানো হবে যাতে একটি সঠিক ও অর্থপূর্ণ বাক্য তৈরি হয়।
-
Morphology: এটি হলো শব্দের গঠন বা শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অধ্যয়ন।
-
Etymology: কোনো শব্দের উৎস কোথা থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে তার অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে গবেষণা।
-
Semantics: শব্দ, ফ্রেজ, বাক্য বা পুরো টেক্সটের অর্থ বোঝার শাখা।
Source: Oxford Learner’s Dictionary
0
Updated: 2 months ago