A
have heard
B
was hearing
C
am heard
D
heard
উত্তরের বিবরণ
• “As soon as” ব্যবহারে উভয়পাশের tense একই রকম হয়।
যদি “as soon as”-এর আগে Past Indefinite tense ব্যবহৃত হয়, তাহলে এর পরেও Past Indefinite tense-ই বসে।
উল্লেখিত বাক্যে “as soon as”-এর আগে ব্যবহৃত হয়েছে “opened” — যা Past Indefinite। সে অনুযায়ী, “as soon as”-এর পরেও Past Indefinite ব্যবহৃত হবে।
তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হবে: heard
সম্পূর্ণ বাক্য: I opened the door as soon as I heard the bell.

0
Updated: 2 weeks ago
Your conduct admits ________ no excuse.
Created: 5 days ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 days ago
Neither Rini nor Simi ____ qualified for the job.
Created: 5 days ago
A
are
B
is
C
were
D
had
✅ Sentence:
Neither Rini nor Simi is qualified for the job.
ব্যাকরণগত ব্যাখ্যা:
Neither... nor ব্যবহার করে যখন দুটি noun/pronoun যুক্ত করা হয়, তখন verb (ক্রিয়া) বসে শেষের subject অনুযায়ী।
🔸 উপরের বাক্যে শেষ subject হলো Simi, যা third person singular (তৃতীয় পুরুষ একবচন)।
তাই is ব্যবহার করা ঠিক হয়েছে।
🔸 অনেকেই এখানে had বসাতে পারে, কিন্তু তাহলে বাক্যটি ভুল হবে, কারণ এটি passive structure মনে হলেও বাস্তবে তা নয়। সঠিক structure অনুযায়ী is ব্যবহার করাই ঠিক।
সহজ নিয়ম:
১.
Neither + noun + nor + singular noun → singular verb
উদাহরণ:
✅ Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
২.
Neither + noun + nor + plural noun → plural verb
উদাহরণ:
✅ Neither Rahi nor his friends are qualified for the job.
৩.
যদি either বা neither একা ব্যবহৃত হয় (মানে or/nor ছাড়া), তাহলে সেটি singular হিসেবে ধরা হয়।
উদাহরণ:
✅ If either of you takes a vacation now, we will not be able to finish the work.

0
Updated: 5 days ago
I have ____ interest in the matter.
Created: 2 weeks ago
A
not
B
any
C
none
D
no
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.

0
Updated: 2 weeks ago