'সতীশ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে?
A
সতী + ঈশ
B
সতি + ঈশ
C
সতী + ইশ
D
সতি + ইশ
উত্তরের বিবরণ
স্বরসন্ধি (ই/ঈ + ই/ঈ):
-
ই-কার বা ঈ-কারের পরে ই-কার বা ঈ-কার থাকলে উভয় মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার হয়
-
দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
উদাহরণসমূহ:
-
ই + ই = ঈ → অতি + ইত = অতীত
-
ই + ঈ = ঈ → পরি + ঈক্ষা = পরীক্ষা
-
ঈ + ই = ঈ → সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
ঈ + ঈ = ঈ → সতী + ঈশ = সতীশ
অন্যান্য উদাহরণ:
গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর
0
Updated: 1 month ago
সন্ধির উদ্দেশ্য -
Created: 2 months ago
A
উচ্চারণে সহজতা আসে।
B
ধ্বনিগত মাধুর্য সম্পাদন
C
নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে।
D
সবগুলোই
• সন্ধি:
-
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়।
-
সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণকে সহজ করা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা।
-
এর প্রধান সুবিধা হলো উচ্চারণে সহজতা।
• সন্ধির অন্যান্য উদ্দেশ্য:
-
সন্ধির মাধ্যমে ধ্বনির মিলন ঘটে।
-
ধ্বনি-পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
নতুন শব্দ গঠনের জন্যও সন্ধি প্রয়োজন।
-
উচ্চারণ সহজ হয়।
-
শব্দের আকার ছোট করার ক্ষেত্রেও সন্ধি প্রয়োজন হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
’উচ্ছৃঙ্খল’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
উঃ + শৃঙ্খল
B
উচ্ + চ্ঙ্খল
C
উৎ + শৃঙ্খল
D
উদ + শৃঙ্খল
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে গঠিত সন্ধি:
- ৎ বা দ্ এবং পরে হ থাকলে দুইয়ে মিলে দ্ধ হয় এবং শ্ থাকলে দুইয়ে মিলে চ্ছ হয়।
যেমন:
- উৎ + হার = উদ্ধার,
- উৎ + হৃত = উদ্ধৃত,
- পদ্ + হতি = পদ্ধতি,
- তদ্ + হিত = তদ্ধিত,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, ইত্যাদি।
0
Updated: 1 month ago
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-
0
Updated: 1 month ago