'পরিভ্রমণ' কোন সমাস?
A
প্রাদি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
উত্তরের বিবরণ
প্রাদি সমাস হলো সেই সমাস যেখানে প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে কৃৎ-প্রত্যয়যুক্ত বিশেষ্য যুক্ত হয়।
-
উদাহরণসমূহ:
-
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন
-
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ
-
প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি
-

0
Updated: 14 hours ago