নিচের কোনটি সঠিক নয়?
A
দয়া + মতুপ্ = দয়ামান
B
বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান
C
শ্রী + মতুপ্ = শ্রীমান
D
উত্তরের বিবরণ
বতুপ্ (বৎ) এবং মতুপ্ (মৎ) প্রত্যয়:
-
প্রথমার একবচনে যথাক্রমে 'বান্' এবং 'মান্' হয়
-
বিশেষণ গঠনে ব্যবহৃত হয়
উদাহরণসমূহ:
-
গুণ + বতুপ্ = গুণবান
-
দয়া + বতুপ্ = দয়াবান
-
শ্রী + মতুপ্ = শ্রীমান
-
বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান
0
Updated: 1 month ago
সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
গৃহ + উর্ধ্ব = গৃহর্দ্ধ
B
গৃ + উর্ধ্ব = গৃহোর্দ্ধ
C
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
D
গৃহঃ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
সন্ধির নিয়ম (অ-কার বা আ-কার + উ-কার বা ঊ-কার):
-
অ-কার বা আ-কারের পরে উ-কার বা ঊ-কার থাকলে উভয় মিলিত হয়ে ও-কার হয়
-
ও-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
-
উদাহরণ:
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
যথা + উচিত = যথোচিত
-
গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্দ্ধ
-
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
-
0
Updated: 1 month ago
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-
0
Updated: 1 month ago
'মহৈশ্বর্য' এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে-
Created: 1 month ago
A
মহো + ঐশর্য
B
মহা + ঐশ্বর্য
C
মহা + ঐশর্য
D
মহো + ঐশ্বর্য
স্বরসন্ধির উদাহরণ:
-
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
স্বরসন্ধির সূত্র:
-
অ-কার বা আ-কারের পরে এ-কার বা ঐ-কার থাকলে উভয় মিলিত হয়ে ঐ-কার হয়
-
ঐ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
উদাহরণসমূহ:
-
অ + এ = ঐ → জন + এক = জনৈক
-
আ + এ = ঐ → সদা + এব = সদৈব
-
অ + ঐ = ঐ → মত + ঐক্য = মতৈক্য
-
আ + ঐ = ঐ → মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
0
Updated: 1 month ago