'মহৈশ্বর্য' এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে-
A
মহো + ঐশর্য
B
মহা + ঐশ্বর্য
C
মহা + ঐশর্য
D
মহো + ঐশ্বর্য
উত্তরের বিবরণ
স্বরসন্ধির উদাহরণ:
-
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
স্বরসন্ধির সূত্র:
-
অ-কার বা আ-কারের পরে এ-কার বা ঐ-কার থাকলে উভয় মিলিত হয়ে ঐ-কার হয়
-
ঐ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
উদাহরণসমূহ:
-
অ + এ = ঐ → জন + এক = জনৈক
-
আ + এ = ঐ → সদা + এব = সদৈব
-
অ + ঐ = ঐ → মত + ঐক্য = মতৈক্য
-
আ + ঐ = ঐ → মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
0
Updated: 1 month ago
‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
উন্ন + য়ন
B
উন্ + নয়ন
C
উৎ + নয়ন
D
উৎ + অয়ন
শব্দ: উন্নয়ন
-
সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন
অন্যান্য উদাহরণ:
-
উৎ + নতি = উন্নতি
-
উৎ + নত = উন্নত
-
উৎ + নীত = উন্নীত
-
উৎ + যোগ = উদ্যোগ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
0
Updated: 2 months ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 2 months ago
A
লেখার সুবিধা
B
উচ্চারণের সুবিধা
C
পড়ার সুবিধা
D
শুনার সুবিধা
সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো - ১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা) ২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)
0
Updated: 2 months ago
‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 day ago
A
মনি + ঈষা
B
মনস + ঈষা
C
মনঃ + ঈষা
D
মনী + ইয়া
‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ‘মনস + ঈষা’।
এতে দুটি পৃথক অংশ মিশে নতুন অর্থ তৈরি করেছে।
-
‘মনস’ মানে চেতনা বা মনের প্রবৃত্তি।
-
‘ঈষা’ মানে আদর্শ বা প্রীতি।
-
মিলিত হয়ে ‘মনীষা’ অর্থ হয় বুদ্ধিমান বা জ্ঞানী নারী।
-
অন্যান্য বিকল্প যেমন ‘মনি + ঈষা’ বা ‘মনী + ইয়া’—ব্যাকরণের দিক থেকে ভুল।
-
তাই সঠিক সন্ধি হলো মনস + ঈষা।
0
Updated: 1 day ago