• ‘ভাস্কর’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ:
• বিসর্গ সন্ধি:
সংস্কৃত সন্ধির নিয়ম অনুযায়ী পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) হিসেবে লেখা হয়।
-
র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত, তাই বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
-
বিসর্গ আসলে র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ।
-
বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্-জাত বিসর্গ
২. স্-জাত বিসর্গ
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি ঘটে তাকে বিসর্গ সন্ধি বলা হয়।
• কিছু বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
-
বাচঃ + পতি = বাচস্পতি
-
ভাঃ + কর = ভাস্কর
-
অহঃ + নিশা = অহর্নিশ
-
অহঃ + অহ = অহরহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।