Tell me ___ that.
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 months ago
Dhaka is becoming one of the ____ cities in Asia.
Created: 1 month ago
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
ইংরেজি গ্রামারে “one of the” ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো – এর পরে সর্বদা কোনো superlative degree (তৃতীয় তুলনামূলক রূপ) ব্যবহার করতে হয়।
যেমন, “busy” শব্দের superlative form হলো “busiest”। তাই যখন বলা হয় “one of the…”, তখন বোঝায় যে কাউকে বা কিছু একটিকে অনেকের মধ্যে সবচেয়ে ভালো বা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর একজন হিসেবে দেখানো হচ্ছে।
উদাহরণস্বরূপ,
✅ Dhaka is becoming one of the busiest cities in Asia.
এখানে “busiest” ব্যবহারটি সঠিক, কারণ এটি superlative degree।
আরও কিছু উদাহরণঃ
– Razia was one of the happiest children in the orphanage.
– Feroz is one of the best boys in the class.

0
Updated: 1 month ago
Wordsworth introduced the readers ______ a new kind of poetry.
Created: 1 month ago
A
with
B
at
C
to
D
by
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth introduced the readers to a new kind of poetry.
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
• Introduce into/to
English meaning: To help someone experience something for the first time:
Bangla Meaning: (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
Slow and steady ____ the race. (Fill in the gap)
Created: 3 weeks ago
A
win
B
wins
C
has won
D
won
শূন্যস্থানে সঠিক ক্রিয়া হলো “wins”। সম্পূর্ণ বাক্যটি হয়:
“Slow and steady wins the race.”
কারণ:
-
সমজাতীয় একাধিক noun:
-
এখানে “slow and steady” দুটি সমজাতীয় noun বা ধারণা।
-
যখন এমন সমজাতীয় noun একসাথে ব্যবহার করা হয় এবং তারা একক ধারণাকে বোঝায়, তখন সেটিকে singular ধরা হয়।
-
সেক্ষেত্রে verb-ও singular হয়।
-
-
প্রবাদ হিসেবে ব্যাবহার:
-
এটি একটি সুপরিচিত প্রবাদ। প্রবাদগুলো সাধারণত singular ফর্মে ধরা হয়।
-
তাই, শূন্যস্থানে “wins” বসানোই সঠিক।
-
উৎস:
-
Murphy’s English Grammar (প্রবাদ ও singular noun-এর ব্যবহার)
-
Cambridge Dictionary – Phrases & Idioms

0
Updated: 3 weeks ago