'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
উত্তরের বিবরণ
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-

0
Updated: 14 hours ago
‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
Created: 2 weeks ago
A
প্রতি+বর্তন
B
প্রতিঃ+বর্তন
C
প্রতি+আবর্তন
D
প্রতিঃ+আবর্তন
তৎসম শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন। ই-কার + আ = য-ফলা + আ-কার।

0
Updated: 2 weeks ago
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত নয় কোনটি?
Created: 14 hours ago
A
মার্তণ্ড
B
প্রৌঢ়
C
গবাক্ষ
D
শুদ্ধাদোন
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
-
সংজ্ঞা: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নিয়ম অনুসরণ না করে যে শব্দগুলোর সৃষ্টি হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়।
-
অর্থাৎ, স্বরধ্বনির সংযোগের ক্ষেত্রে সাধারণ স্বরসন্ধি নিয়ম প্রযোজ্য হয় না।
উদাহরণ:
-
কুল + অটা = কুলটা (কুলাটা নয়)
-
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
-
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)
-
অন্য + অন্য = অন্যান্য
-
মার্ত + অণ্ড = মার্থণ্ড
-
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন

0
Updated: 14 hours ago
‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
Created: 2 weeks ago
A
অজ্ + অন্ত
B
অচ্ + অন্ত
C
অজ্ঃ + অন্ত
D
অচ্ঃ + অন্ত
• ‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: অচ্ + অন্ত।
-
এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
ব্যঞ্জন ও স্বরধ্বনি যোগে গঠিত ব্যঞ্জনসন্ধির কিছু উদাহরণ:
-
প্রাক্ + উক্ত = প্রাগুক্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
অচ্ + অন্ত = অজন্ত
-
ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ
-
ষট্ + ঋতু = ষড়ঋতু
-
ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য
-
ষট্ + আনন = ষড়ন
-
সৎ + অর্থক = সদর্থক
-
সৎ + ইচ্ছা = সদিচ্ছা
-
মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ
-
অপ্ + অগ্নি = অবগ্নি
-
অপ্ + ইন্ধন = অবিন্ধন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago