The word biophilic means-
A
relating to biology
B
human tendency to connect with nature
C
study of nature
D
biological
উত্তরের বিবরণ
Answer - খ) human tendency to connect with nature.
Biophilic:
English meaning: of, relating to, or characterized by biophilia : relating to,
showing, or being the human tendency to interact or be closely associated with
other forms of life in nature.
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা বা অনুরাগ।
Example:
- Humans have a biophilic tendency, which is why gardens and parks make them
feel relaxed.
অন্যান্য অপশনগুলো:
- relating to biology → জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত।
- study of nature → প্রকৃতির অধ্যয়ন।
- biological → জীববিজ্ঞানসংক্রান্ত।

0
Updated: 15 hours ago
What is the primary meaning of the word “occult”?
Created: 2 days ago
A
Based on literal interpretation
B
Completely real and explainable
C
Connected with magic and unexplained phenomena
D
Related to common scientific knowledge
The correct answer:
Connected with magic and unexplained phenomena.
• Occult (adjective)
English Meaning:1. connected with magic powers and things that
cannot be explained by reason or science 2. The occult noun [singular]
everything connected with occult practices, etc.
Bangla Meaning: গুপ্ত, গূঢ়. অজ্ঞাত বা রহস্যময়।
Synonyms: Magical (জাদুকরী), Supernatural (অতিপ্রাকৃত), Mystic (অতিপ্রাকৃত, জাদু ইত্যাদি),
Sorcerous (জাদুকরী), Witching (সম্মোহক)।
Antonyms: Real (প্রকৃত), Known (জ্ঞাত), Open (বাস্তব, জ্ঞাত), Experienced (বাস্তব অভিজ্ঞ), Literal (আক্ষরিক বা প্রকৃত অর্থ)।
Other Forms:
- Occultist (Noun).
Other Options:
ক) Based on literal interpretation – এটি “Occult”-এর বিপরীতার্থ।
খ) Completely real and explainable – এটিও বিপরীতার্থ।
ঘ) Related to common scientific knowledge –
“Occult” সাধারণ বিজ্ঞান নয়, বরং রহস্যময় বা অতিপ্রাকৃত বিষয়ে।
Example Sentence:
1. He’s interested in witchcraft and the occult.
2. She doesn't believe in the occult.

0
Updated: 2 days ago
Which one of the following is correctly spelled?
Created: 1 week ago
A
Tranquilizer
B
Tranquelizer
C
Tranquilizor
D
Tranqulizer
• Correct Answer: ক) Tranquilizer
Explanation:
-
Tranquilizer (noun)
-
Bangla Meaning: স্নায়ুর উত্তেজনা কমিয়ে নিদ্রা উদ্রেককারী ওষুধ
-
English Meaning: a drug used to reduce mental disturbance (such as anxiety and tension)
-
Example Sentences:
-
A doctor prescribes tranquilizers and sleeping pills.
-
He didn't have a way to check his drugs for the presence of the tranquilizer.

0
Updated: 1 week ago
In which literary work does the character "Clarissa" appear?
Created: 1 week ago
A
Paradise Lost
B
Macbeth
C
Queen Mab
D
The Rape of the Lock
Clarissa চরিত্রটি উপস্থিত আছে The Rape of the Lock কবিতায়, যার রচয়িতা Alexander Pope। কবিতার প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে (দুই canto), এবং ফাইনাল সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয়, যা পাঁচ canto-তে সম্প্রসারিত।
-
মূল উপজীব্য:
-
কবিতার কাহিনী একটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। যুবক Baron Belinda-এর চুলের একটি লক চুরি করে, যা একটি বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি একটি মহাকাব্যিক যুদ্ধ বা নায়কদের ঘটনার মতো। শেষ পর্যন্ত চুল আকাশে উড়ে যায়।
-
-
মূল বার্তা:
-
Alexander Pope অভিজাত সমাজের অতিরিক্ত গৌরববোধ, আড়ম্বর ও ব্যর্থতা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা ব্যঙ্গকাব্য।
-
-
Important Characters:
-
Baron, Belinda, Ariel, Clarissa, Umbriel, ইত্যাদি
-
-
Alexander Pope:
-
পরিচিত 'Mock Heroic' কবি হিসেবে
-
Homer-এর অনুবাদের জন্যও প্রসিদ্ধ
-
Neo-Classical Period-এর Augustan Age-এর কবি
-
এই যুগকে The Age of The Pope বলা হয়, কারণ Alexander Pope-এর সাহিত্যকর্মের মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার ঘটে
-
-
His Notable Poems:
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot
-
-
Other options:
-
Paradise Lost লিখেছেন John Milton
-
Macbeth লিখেছেন William Shakespeare
-
Queen Mab লিখেছেন Percy Bysshe Shelley
-

0
Updated: 1 week ago