The suffix 'hood' can added to-
A
friend
B
honest
C
parent
D
wide
উত্তরের বিবরণ
Answer - parent.
সঠিক — parent +
hood = parenthood → পিতৃত্ব
বা মাতৃত্বের অবস্থা।
• Word এর মূল অংশের (root) এর
ডান পাশে বা শেষে
যে বর্ণ বা বর্ণগুচ্ছ
যুক্ত হয় তাকে Suffix বলে।
• -hood: [suffix]
English meaning: used to form nouns describing the state of being a particular
thing.
ক)
friend + [-hood]
- wrong word.
খ) honest + [-hood]
- wrong word.
গ) parent + [-hood]
- parenthood.
- Meaning: the state of being a parent
ঘ) wide + [-hood]
- wrong word.

0
Updated: 15 hours ago
Choose the antonym of laconic:
Created: 2 weeks ago
A
Verbose
B
Reticent
C
Terse
D
Silent
• The opposite of 'Laconic' is - Verbose.
• Laconic (adjective)
English Meaning: using very few words; concise to the point of seeming rude or mysterious.
Bangla Meaning: স্বল্পভাষী; সংক্ষিপ্ত।
অপশন আলোচনা:
Verbose - বাগ্মী; বাগাড়ম্বরপূর্ণ।
Reticent - মিতভাষী; চুপচাপ।
Terse - সংক্ষিপ্ত; সংক্ষেপে প্রকাশিত।
Silent - নীরব; চুপচাপ।

0
Updated: 2 weeks ago
Transform it into a complex sentence:
Without water, plants die.
Created: 6 days ago
A
If there is no water, plants die.
B
Since there is water, plants grow.
C
Because of no water, plants grow.
D
As water is available, plants die.
এই প্রশ্নে simple sentence-কে complex sentence-এ রূপান্তরের নিয়ম প্রয়োগ করা হয়েছে। সঠিক উত্তর হলো— If there is no water, plants die.
-
মূল বাক্য: Without water, plants die.
-
এটি একটি simple sentence, কারণ এখানে একটি মূল ধারণা (main idea) রয়েছে: “জল না থাকলে গাছ মরে।”
-
Complex sentence গঠনের জন্য একটি subordinate clause ব্যবহার করতে হয়।
-
“If there is no water” subordinate clause এবং “plants die” main clause হিসেবে কাজ করছে।
-
তাই complex sentence হবে: If there is no water, plants die.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
খ) Since there is water, plants grow → এটি বিপরীত অর্থ প্রকাশ করছে, মূল বাক্যের সাথে মিল নেই।
-
গ) Because of no water, plants grow → এটি অর্থগতভাবে অসঙ্গত এবং grammatically awkward।
-
ঘ) As water is available, plants die → এটি মূল অর্থের সঙ্গে সাংঘর্ষিক এবং যুক্তিহীন।

0
Updated: 6 days ago
Ode on Melancholy was written by
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
W. Wordsworth
C
John Keats
D
W.B. Yeats
Ode on Melancholy হলো জন কীটস রচিত একটি বিখ্যাত কবিতা। এটি তিন স্তবক বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। এই কবিতায় মানবজীবনে আনন্দ ও ইচ্ছার অস্থায়িত্বকে তুলে ধরা হয়েছে এবং একই সাথে মানুষের আবেগ ও আনন্দের অপরিহার্য সঙ্গী হিসেবে দুঃখকে স্বীকার করা হয়েছে। কবির মতে, জীবনে সুখ ও দুঃখ পাশাপাশি অবস্থান করে, আর সুখ কখনোই চিরস্থায়ী নয়, বরং দুঃখ মানবজীবনের একটি অনিবার্য অংশ। কবিতার শেষ স্তবকে তিনি দুঃখকে একটি "mysterious goddess", যিনি "the very temple of Delight"-এ Beauty, Joy এবং Pleasure-এর ক্ষণস্থায়ী দেবতাদের সঙ্গে অবস্থান করেন, এই রূপে আখ্যায়িত করেছেন।
-
John Keats ছিলেন ইংরেজ রোমান্টিক যুগের এক মহান লিরিক কবি, যিনি তাঁর স্বল্প জীবনের সমস্তটা উৎসর্গ করেছিলেন কাব্যের শৈল্পিক পরিপূর্ণতায়। তাঁর কবিতায় উজ্জ্বল চিত্রকল্প, গভীর ইন্দ্রিয়গ্রাহ্যতা এবং শাস্ত্রীয় কাহিনির মাধ্যমে দার্শনিকতা প্রকাশের প্রচেষ্টা লক্ষ্য করা যায়।
-
তাঁকে সাধারণত Poet of Beauty বলা হয়।
জন কীটসের বিখ্যাত কবিতা সমূহ হলো
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci

0
Updated: 2 weeks ago