Fill in the blank with the appropriate article: ‘The mother seized ________ boy by the collar.'
A
the
B
an
C
a
D
none of the above
উত্তরের বিবরণ
Answer: ক)
the.
Complete sentence: The mother seized the boy by the collar.
• boy এখানে definite অর্থে ব্যবহার হয়েছে, কারণ—
- কার কথা বলা হচ্ছে
তা নির্দিষ্ট (the mother
already knew which boy).
- "by the collar" অংশটিও
এটিকে definite করে তুলছে (boy-এর
নিজের collar ধরা হয়েছে)।
• Article:
- Articles মূলত Noun,
Pronoun এর আগে বসে তাদের
সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা
জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ
করে যায়।
• Indefinite Articles: A, An-এরা
Indefinite Article. (এরা
নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু
বা কোনো বিষয়কে নির্দেশ
করে না)।
• Definite Articles: The হলো
Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি,
বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে
বোঝাতে বা চিহ্নিত করতে
ব্যবহৃত হয়ে থাকে)।

0
Updated: 15 hours ago
At large means -
Created: 1 week ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:

0
Updated: 1 week ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 1 month ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
In spite of his laziness, he passed the exam. (Complex)
Created: 1 month ago
A
Though he was lazy, he passed the exam.
B
Though he is lazy, he fails the exam.
C
Although he laziness, he passed the exam.
D
Despite he was lazy, he passed the exam.
Conversion: Simple ↔ Complex Sentence
-
Rule:
-
Simple sentence-এ In spite of / Despite থাকলে, complex sentence করতে হলে Though / Although ব্যবহার করতে হবে।
-
Conversely, complex sentence-এ Though / Although থাকলে simple sentence করতে হলে In spite of / Despite ব্যবহার হবে।
-
উদাহরণ
Simple Sentence | Complex Sentence |
---|---|
In spite of his poverty, he is happy. | Though he is poor, he is happy. |
In spite of the bad weather, we went there. | Though the weather was bad, we went there. |
In spite of his bad behaviour, people mix with him. | Though his behaviour is bad, people mix with him. |
In spite of his honesty, he is not happy. | Though he is honest, he is not happy. |
In spite of his cruelty, I love him. | Though he is cruel, I love him. |
In spite of being lazy, he passed the exam. | Though he was lazy, he passed the exam. ✅ Correct |
ভুল বিকল্প বিশ্লেষণ
-
Though he is lazy, he fails the exam. ❌
-
অর্থ আলাদা (pass ≠ fail)
-
-
Although he laziness, he passed the exam. ❌
-
ব্যাকরণগত ভুল; “laziness” noun, subject + verb দরকার
-
-
Despite he was lazy, he passed the exam. ❌
-
Despite এর পর noun, pronoun বা gerund থাকা উচিত; clause হলে Despite the fact that বা Although ব্যবহার করতে হবে
-
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago