Rise early with the lark. In this sentence the verb 'rise' is- 

A

causative

B

intransitive

C

transitive

D

factitive

উত্তরের বিবরণ

img

Rise early with the lark. In this sentence the verb 'rise' is- intransitive.
- এখানে rise কোনো object গ্রহণ করছে না।
- Intransitive verb হলো সেই verb যা direct object ছাড়া কাজ করে।
- অর্থাৎ, subject নিজেই কাজটি সম্পন্ন করছে, কিন্তু কোনো object প্রভাবিত হচ্ছে না। 

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

- Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.
- উল্লিখিত বাক্যের verb সমূহের Direct Object নেই এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।

Other options,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb পরিণত করা যায়।
- যেমন:
- I shall get the work done by him. (আমি তার দ্বারা কাজটি করিয়ে নেব।)

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb পরিণত করা যায়।

 • Factitive object:
- যে সকল verb এর পরে object complement বসে তাকে Factitive object বলে।
- অর্থাৎ যখন verb এর পরে দুটি অংশ থাকবে এবং একটি অপরটিকে নির্দেশ করবে তখন object এর পরের অংশকে objective complement বা Factitive object বলে।
• We made him captain.
- এখানে captain শব্দটি him object এর complement.
- তাই এটি Factitive object.

Unfavorite

0

Updated: 15 hours ago

Related MCQ

 Below the belt means -


Created: 4 days ago

A

In secret


B

Irrelevant


C

Disregarding the rules


D

Without question


Unfavorite

0

Updated: 4 days ago

 "The less I speak, the more I meditate." is a quote by -

Created: 4 weeks ago

A

William Shakespeare

B

Thomas Kyd

C

John Milton

D

J. M. Synge

Unfavorite

0

Updated: 4 weeks ago

What may be considered ''courteous'' in one culture may be arrogant in another. 

Created: 1 month ago

A

flimsy 

B

coarse 

C

gracious 

D

Friendly

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD