Rise early with the lark. In this sentence the verb 'rise' is-
A
causative
B
intransitive
C
transitive
D
factitive
উত্তরের বিবরণ
Rise early with the lark. In this sentence the verb
'rise' is- intransitive.
- এখানে rise কোনো object গ্রহণ করছে না।
- Intransitive verb হলো
সেই verb যা direct object ছাড়া কাজ করে।
- অর্থাৎ, subject নিজেই কাজটি সম্পন্ন করছে, কিন্তু কোনো object প্রভাবিত হচ্ছে না।
• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে
না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive
verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা
কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর
পাওয়া যায় না।
- উল্লেখ্য
Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা
প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত
sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.
- Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.
- উল্লিখিত বাক্যের verb সমূহের Direct Object নেই এবং কি
বা কাকে দ্বারা প্রশ্ন
করলে কোনো উত্তর পাওয়া
যায় না।
Other options,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না
করে অন্যকে দিয়ে কাজ করিয়ে
নেয় তখন এই অর্থে
causative verb ব্যবহৃত
হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি
বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি
যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা
যায়।
- যেমন:
- I shall get the work done by him. (আমি
তার দ্বারা কাজটি করিয়ে নেব।)
• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb +
object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা
Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive
verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত
করা যায়।
• Factitive object:
- যে সকল verb এর পরে object complement বসে তাকে
Factitive object বলে।
- অর্থাৎ যখন verb এর পরে দুটি
অংশ থাকবে এবং একটি অপরটিকে
নির্দেশ করবে তখন object এর
পরের অংশকে objective complement বা Factitive object বলে।
• We made him captain.
- এখানে captain শব্দটি him object এর complement.
- তাই এটি Factitive object.

0
Updated: 15 hours ago
Below the belt means -
Created: 4 days ago
A
In secret
B
Irrelevant
C
Disregarding the rules
D
Without question
“Below the belt” phrase-এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: disregarding the rules / unfair
-
Bangla Meaning: অন্যায়ভাবে
Example Sentence:
Do you think it's a bit below the belt what they're doing?
Bangla Meaning: তোমার কি মনে হয় যে তারা যা করছে তা অন্যায়।
Source:

0
Updated: 4 days ago
"The less I speak, the more I meditate." is a quote by -
Created: 4 weeks ago
A
William Shakespeare
B
Thomas Kyd
C
John Milton
D
J. M. Synge
“The less I speak, the more I meditate.”
-
Quote by: Thomas Kyd
-
Source: The Spanish Tragedy
The Spanish Tragedy
-
Written by Thomas Kyd, it is a prominent example of the Revenge Tragedy genre.
-
Revenge Tragedy: A type of play where a quest for vengeance leads to bloodshed and mutilation. Often inspired by Senecan tragedy.
-
Kyd’s play popularized revenge tragedy during the Elizabethan Period.
Summary of the Play:
-
Begins with the ghost of Don Andrea, a Spanish nobleman killed in a battle in Portugal.
-
Don Andrea narrates his death and encounters the Spirit of Revenge, describing his fight with Portuguese prince Balthazar.
-
The plot interweaves his love story with Bel-Imperia and themes of revenge, love, and honor, leaving a strong impact on contemporary audiences.
Key Characters:
-
Hieronimo (Protagonist)
-
Bel-Imperia (Heroine)
-
Lorenzo
-
Balthazar
-
Horatio
-
Ghost of Don Andrea
Famous Quotation:
-
“The less I speak, the more I meditate.”
Thomas Kyd (1557–1595):
-
English dramatist of the Elizabethan Period.
-
Member of the University Wits.
-
Known for developing Elizabethan drama, especially revenge tragedy.
Notable Works:
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 4 weeks ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 1 month ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago