Identify the correct sentence
A
The unfortunate accident had occurred on Monday last.
B
The unfortunate accident was occurred on Monday last.
C
The unfortunate accident occurred on Monday last.
D
The unfortunate accident has occurred on Monday last.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) The unfortunate accident occurred on Monday last.
ব্যাখ্যা:
-
যেহেতু Monday last একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, তাই simple past tense ব্যবহার হবে → occurred।
-
বাক্যে last থাকার কারণে বোঝা যায় যে এটি past indefinite tense।
Past Indefinite Tense নির্দেশক শব্দসমূহ:
-
Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি।
-
এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তবে সেই বাক্যটি সাধারণত past indefinite tense এ হবে।
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The unfortunate accident had occurred on Monday last
-
এটি past perfect tense।
-
Past perfect সাধারণত দুইটি অতীত ঘটনার মধ্যে প্রথমটি বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: The train had left before we reached the station.
-
এখানে Monday last শুধুমাত্র একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, অন্য কোনো অতীত ঘটনার আগে নয়, তাই had occurred প্রয়োজন নেই।
-
তাই এটি ভুল।
-
-
খ) The unfortunate accident was occurred on Monday last
-
occur হলো intransitive verb, অর্থাৎ এটি passive voice এ ব্যবহার হয় না।
-
অতএব, was occurred ভুল।
-
-
ঘ) The unfortunate accident has occurred on Monday last
-
has occurred হলো present perfect tense।
-
Present perfect সাধারণত অতীতে শুরু হওয়া এবং বর্তমানে প্রভাবিত ঘটনা বোঝাতে ব্যবহার হয়।
-
কিন্তু Monday last সম্পূর্ণ অতীত → তাই present perfect ব্যবহার করা ভুল।
-
0
Updated: 1 month ago
What does “Knavery” mean?
Created: 1 month ago
A
Bravery
B
Honesty
C
Dishonest behavior
D
Kindness
সঠিক উত্তর হলো গ) Dishonest behavior।
Knavery (noun)
-
Bangla Meaning: প্রতারণা; শঠতা; টীটপনা; ফিচলেমী; ধার্ষ্টামি
-
English Meaning: a roguish or mischievous act
Dishonest behavior (noun)
-
Bangla Meaning: অসৎ আচরণ
-
English Meaning: actions or conduct that are not truthful, fair, or morally upright
Other options:
-
ক) Bravery
-
Bangla Meaning: সাহস; সাহসিকতা; নির্ভীকতা
-
English Meaning: the quality or state of having or showing mental or moral strength to face danger, fear, or difficulty
-
-
খ) Honesty
-
Bangla Meaning: সৎভাবে; অকপটে; প্রকৃতপক্ষে; সত্যি বলতে
-
English Meaning: adherence to the facts; sincerity
-
-
ঘ) Kindness
-
Bangla Meaning: সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল
-
English Meaning: the quality or state of being kind
-
0
Updated: 1 month ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 3 months ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
0
Updated: 3 months ago
Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
Created: 1 month ago
A
1950
B
1955
C
1960
D
1965
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:
0
Updated: 1 month ago