Water boils ___ you heat it to 100° centigrade.
A
unless
B
until
C
if
D
although
উত্তরের বিবরণ
উপরের বাক্যটি একটি Zero Conditional sentence-এর উদাহরণ, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করে।
Zero Conditional structure:
If + Present Simple, Present Simple — এই গঠন ব্যবহার করে এমন ঘটনা বোঝানো হয় যা সবসময় সত্য, যেমন প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক বাস্তবতা।
• এখানে 'if clause' এবং 'main clause'—উভয় অংশেই present simple tense ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে।
Structure (রূপরেখা):
If + Present Simple, Present Simple
(এটি সার্বজনীন সত্য, বৈজ্ঞানিক নিয়ম বা স্বভাবগত আচরণ বোঝাতে ব্যবহৃত হয়।)
Example sentence (উদাহরণ):
Water boils if you heat it to 100° centigrade.
(যদি আপনি পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করেন, তবে তা ফুটে ওঠে।)

0
Updated: 2 months ago
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- A song embodying religious and sacred emotions _____ .
Created: 1 month ago
A
Lyric
B
Ode
C
Hymn
D
Ballad
Hymn (প্রশংসামূলক স্তুতিগান)
-
এটি একটি গীতিকবিতা বা গান যা ঈশ্বর, দেবতা বা কোনো বীর ব্যক্তির প্রশংসায় রচিত।
-
সাধারণত, খ্রিস্টান উপাসনায় এই গানগুলো গাওয়া হয়।
উদাহরণ:
-
A mighty Fortress is our God (মার্টিন লুথার লিখিত) এবং Hymn to Apollo (কিটসের রচনা)।
Ballad (লোকগাঁথা)
-
এটি একটি গল্প বলার কবিতা যা কথোপকথন ও ঘটনার মাধ্যমে কাহিনী প্রকাশ করে।
-
এতে ধর্ম, রাজনীতি, সমাজের নানা বিষয় উঠে আসে। সাধারণত গ্রামীন জীবনের গল্প থাকে।
-
আনন্দ ও বেদনার মিশ্রণে ঘটনা বর্ণনা করা হয়।
Ode (গাথাকবিতা)
-
এটি একটি দীর্ঘ প্রশংসাসূচক গীতিকবিতা যা কখনো দুঃখ দিয়ে শুরু হয়ে শেষ হয় শান্তি বা সান্ত্বনায়।
-
কবি নিজের গভীর অনুভূতি গম্ভীরভাবে প্রকাশ করেন।
-
সাধারণত কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে মহিমা করা হয়। ছন্দ একটু ভিন্ন হয়।
Lyric (গীতি কবিতা)
-
এটি একটি ছোটো কবিতা বা ছন্দ যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ করে।
-
প্রায়ই গান হিসেবে পরিবেশিত হয়।
সূত্র: An ABC of English Literature - Dr. এম মোফিজার রহমান

0
Updated: 1 month ago
Fill in the blank with the correct phrase : ______ your shoes before entering the mosque.
Created: 1 month ago
A
put out
B
put off
C
put away
D
put on
সঠিক উত্তর: Put off
পূর্ণ বাক্য: "Put off your shoes before entering the mosque."
এখানে "Put off" মানে হলো জুতা খুলে ফেলা।
Put off
-
পোশাক বা জুতা খুলে ফেলা
-
ভয় বা সন্দেহ থেকে মুক্ত হওয়া
🔹 উদাহরণ: "Put off your shoes before entering the mosque."
(মসজিদে ঢোকার আগে জুতা খুলে ফেলো।)
অন্যান্য কিছু শব্দ এবং তাদের মানে
Put on / Put somebody on
-
কাউকে প্রতারিত করা বা ঠকানো
Put it on
-
নিজেকে কিছু বেশি দেখানো বা ভান করা
(যেমন: কোনো ব্যথা বা কষ্টকে বাড়িয়ে দেখানো।)
Put out (from)
-
নৌকা বা জাহাজ যখন বন্দর ছাড়ে বা যাত্রা শুরু করে
Put something out – এর বিভিন্ন মানে:
-
আগুন বা আলো নিভিয়ে দেওয়া
-
He put out the candle.
-
-
হাড় স্থানচ্যুত হওয়া বা করা
-
He fell and put his shoulder out.
-
-
সুদে টাকা দেওয়া
-
The money was put out at 10% interest.
-
-
উৎপাদন করা
-
The factory puts out 10,000 tons of sugar per year.
-
-
গণমাধ্যমে কিছু প্রচার করা
-
TV is putting out Eid programs.
-
-
ভেংচি কাটা
-
The boy put his tongue out.
-
Put somebody out – এর মানে:
-
হতাশ বা বিব্রত করা
-
Mrs Bushra is easily put out.
-
-
অসুবিধায় ফেলা
-
He was put out by the train delay.
-
Put somebody out (of)
-
কাউকে কোথাও থেকে বের করে দেওয়া বা বহিষ্কার করা
সূত্র: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The comparison of unlike things using the words like on as is known to be-
Created: 2 weeks ago
A
metaphor
B
simile
C
alliteration
D
personification
The comparison of unlike things using the words like on as is known to be a simile.
• Simile:
• An explicit comparison between two different things is called - Simile
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
Ex: 'The bride hath paced into the hall, Red as a rose is she'.
Love is like a battlefield.
• Metaphor:
• Metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
- উদাহরণ -
- Life is but a walking shadow.
- "She's all states, and all princes, I"
• Explanation: 'I am a phoenix, rising from the ash' - উল্লেখ্য উক্তিটি কবি Sylvia Plath এর "Lady Lazarus" হতে উধৃত করা হয়েছে।
- এখানে কবি নিজেকে পাখির সাথে তুলনা করেছেন যার জন্ম হয়েছে ছাই থেকে।
• Difference Between Metaphor and Simile
- It can be difficult in some instances to distinguish between metaphor and simile as literary devices.
- উভয় figures of speech দ্বারাই দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা নির্দেশ করে।
- বলা যেতে পারে, simile is a subset of metaphor.
- দুটির মধ্যে পার্থক্য নিরূপনের একটি সহজ উপায় হচ্ছে - Simile তে তুলনার ক্ষেত্রে As ও Like দ্বারা তুলনাটি বুঝানো হয়, কিন্তু Metaphor এর ক্ষেত্রে As or Like হয় উল্লেখ না করে সরাসরিই তুলনা নির্দেশ করা হয়।
- যেমন:
Simile: I wandered lonely as a cloud.
Metaphor: Revenge is a wild justice.
• অন্য অপশনগুলোর মধ্যে -
• Alliteration: (অনুপ্রাস)
- The Repetition of a consonant at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
- যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি স্থাপিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তাকে অনুপ্রাস (Alliteration) বলে।
• Examples of Alliteration -
1.
'The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.'
- এখানে 'f' এবং 'b' দ্বারা শুরু হওয়া শব্দ পাশাপাশি বসেছে অর্থাৎ consonant sound এর repetition ঘটেছে।
2.
'Puffs, powders, patches, Bibles, billet-doux' is an example of Alleteration.
Here 'p' has been repeated thrice and 'b' twice.
• Personification: (ব্যক্তিরূপ দান)
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- Giving human qualities to non-human entities or abstract concepts
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়।
• উদাহরণ -
''There lies the port: the vessel puffs her sail:
(Tennyson: ''Ulysses'')
- এখানে vessel কে জীবন্ত সত্ত্বার সাথে তুলনা করা হয়েছে।
Source: An ABC of English Literature, Britannica, Dr M Mofizar Rahman and A Glossary of Literary Terms by M. H. Abrams.

0
Updated: 2 weeks ago