The idiom 'cry over spilled milk' means-
A
to be upset about something irretrievably lost
B
to cry incessantly
C
to cry for a dead pet
D
to cry for urgent help
উত্তরের বিবরণ
Cry over spilled milk হলো একটি idiom, যা বোঝায় এমন কিছু নিয়ে অনুশোচনা করা যা ইতিমধ্যেই হয়ে গেছে বা যা পরিবর্তন করা সম্ভব নয়।
-
English meaning: to express regret about something that has already happened or cannot be changed
-
Bangla meaning: বৃথা অনুশোচনা করা
Example sentence:
-
Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
-
Bangla meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।
অন্যান্য বিকল্পের অর্থ:
-
খ) to cry incessantly: অবিরাম কাঁদা
-
গ) to cry for a dead pet: মৃত পোষ্য পশুর জন্য কাঁদা
-
ঘ) to cry for urgent help: জরুরি সাহায্যের জন্য চিৎকার করা
0
Updated: 1 month ago
A Stitch in time _____ .
Created: 1 month ago
A
saves none
B
creates problems
C
saves nine
D
is important
A Stitch in time saves nine
-
এটি একটি প্রবাদ বাক্য।
-
Bangla Meaning: সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।
-
English Meaning: used to say that it is better to fix a problem when it is small than to wait and let it become a bigger problem.
Example Sentence:
-
It seems that something is wrong with my car, it's better to get its check-up as a stitch in time saves nine.
0
Updated: 1 month ago
'Portia' is a character from-
Created: 2 months ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
The synonym of the word "Vigilant" is -
Created: 1 month ago
A
Careless
B
Alert
C
Sleepy
D
Lazy
Word: Vigilant (Adjective)
English Meaning: Being very careful and watchful in order to notice any signs of danger, trouble, or potential problems; staying alert and attentive at all times.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; সদাসতর্ক; বিপদ বা সমস্যার আশঙ্কায় সবসময় নজরদারিতে নিয়োজিত।
Detailed Explanation:
The adjective vigilant is used to describe a person or group who remains cautious and watchful in order to avoid danger, mistakes, or threats. It is often used in the context of security, safety, parenting, or any situation where continuous attention and awareness are important. A vigilant person does not relax carelessly but always stays aware of their surroundings.
Options Meaning:
-
Careless → যত্নহীন; অসাবধান; মনোযোগহীন।
-
Alert → সতর্ক; হুশিয়ার; সর্বদা সচেতন। (Correct Answer)
-
Sleepy → নিদ্রালু; নিদ্রাতুর; ঘুমন্ত অবস্থায়।
-
Lazy → অলস; শ্রমবিমুখ; কাজ করতে অনিচ্ছুক।
Example Sentences:
-
The police remained vigilant to prevent any untoward incident.
-
কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
-
-
Parents should be vigilant about their children’s online activities.
-
অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা।
-
-
During the night, the security guards stayed vigilant to protect the property.
-
রাতে নিরাপত্তারক্ষীরা সম্পত্তি রক্ষার জন্য অতন্দ্র অবস্থায় ছিল।
-
-
Citizens must remain vigilant in order to safeguard democracy.
-
গণতন্ত্র রক্ষায় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।
-
-
A vigilant driver can prevent many road accidents.
-
একজন সতর্ক চালক অনেক সড়ক দুর্ঘটনা এড়াতে পারেন।
-
এভাবে vigilant শব্দটি মানুষের মনোযোগী ও সচেতন থাকার প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন নিরাপত্তা ও দায়িত্বের বিষয় জড়িত থাকে।
0
Updated: 1 month ago