Select the sentence in which 'after' is a conjunction:
A
The storm came soon after.
B
The boy takes after his father.
C
The police went away after we had left.
D
After ages the nation is likely to sing his glory.
উত্তরের বিবরণ
ঠিক
উত্তর: গ) The police went away
after we had left.
- Conjunction হল যে শব্দ দুটি
clause বা বাক্যাংশকে যুক্ত করে।
- এখানে
"after" একটি
conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি দুটি clause যুক্ত করেছে:Main clause: "The
police went away".
- Subordinate clause: "we had left".
After: [conjunction]
English meaning: at a time later than something; when something has finished.
Bangla meaning: পর; পরে
-----------
ক) The storm came soon
after.
এখানে
"after" হলো
adverb, কারণ এর পরে কোন
noun বা clause নেই।
খ) The boy takes after
his father.
এখানে
"after" হলো
preposition, অর্থাৎ
"like" বা
"resemble" বোঝাচ্ছে।
ঘ) After ages the
nation is likely to sing his glory.
এখানে
"after" হলো
preposition, কারণ
"ages" হলো
noun।

0
Updated: 15 hours ago
What is the part of speech of the word 'avuncular'?
Created: 6 days ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
Avuncular একটি Adjective বা বিশেষণ। এটি এমন আচরণ বোঝায় যেখানে কেউ তরুণদের প্রতি সদয়, বন্ধুভাবাপন্ন ও আপনজনের মতো আচরণ করে; যেমন, একজন স্নেহশীল চাচা তার ভাতিজা বা ভাতিজিদের সঙ্গে আচরণ করে।
-
বাংলা অর্থ: (কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।
-
সমার্থক শব্দ: Counselling (পরামর্শমূলক), Advising (উপদেশমূলক), Helping (সাহায্যকারী, সাহায্যপরায়ণ), Friendly (বন্ধুভাবাপন্ন), Guide (পথ নির্দেশক)।
-
বিপরীতার্থক শব্দ: Rude (কর্কশ), Unkind (নির্দয়), Hostile (শত্রুতামূলক), Unfriendly (বন্ধুত্বপূর্ণ নয় এমন), Crude (অসভ্য)।
-
অন্য রূপ: Uncle (Noun), Avuncularly (Adverb)।
-
উদাহরণ বাক্য:
১. An avuncular African doctor had the time to be reassuring and overflowing with human kindness.
২. He was very helping and supported me in an avuncular attitude.

0
Updated: 6 days ago
The antonym of “Footloose and fancy-free” is:
Created: 2 weeks ago
A
Uninhibited and spontaneous
B
Lighthearted and jovial
C
Burdened and constrained
D
Carefree and wandering
• The antonym of "Footloose and fancy-free" is - Burdened and constrained.
• Footloose and fancy-free (idiom)
English Meaning: free to do as one pleases without responsibilities or commitments.
Bangla Meaning: বাঁধনহীন; দায়িত্বহীন স্বাধীনতা।
Example Sentence:
- Now that the exams are over, he feels footloose and fancy-free.
অপশন আলোচনা:
- Uninhibited and spontaneous - অবাধ ও স্বতঃস্ফূর্ত।
- Lighthearted and jovial - প্রফুল্ল ও আনন্দিত।
- Burdened and constrained - ভারাক্রান্ত ও সীমাবদ্ধ।
- Carefree and wandering - নিশ্চিন্ত ও ঘুরে বেড়ানো।

0
Updated: 2 weeks ago
If you want them to ____ you'll have to offer them more than that.
Created: 1 week ago
A
give in
B
fall in
C
get forth
D
get off
Complete Sentence:
-
If you want them to give in, you'll have to offer them more than that.
Give in (Phrasal Verb):
-
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
-
Bangla Meaning: আত্মসমর্পণ করা
Other Options:
-
Fall in: ভেঙে করা; সারি বেধে দাঁড়ানো
-
Get forth: উদগীরণ করা, নিঃসৃত করা / হওয়া
-
Get off: নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা
Explanation: বাক্যটি অর্থবোধক করার জন্য give in ব্যবহার করা হয়েছে।
উৎস:

0
Updated: 1 week ago