The verb form of the word 'amusement' is:
A
amusing
B
amuse
C
amused
D
amusingly
উত্তরের বিবরণ
Amusement হলো একটি noun, যা মূলত সেই অনুভূতিকে বোঝায় যা মানুষ কোনো মজার বা হাস্যকর বিষয় থেকে উপভোগ করে। এর অর্থ হলো হাস্যকৌতুক বা কৌতুকানুভূতি।
-
English meaning: the feeling that you have when you enjoy something that is funny
-
Bangla meaning: হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা
Verb form of 'amusement' হলো amuse।
-
amusing [adjective]:
-
English meaning: funny and giving pleasure
-
Bangla meaning: মজার; মজাদার
-
-
amuse [verb]:
-
English meaning: to make somebody laugh or smile / to make time pass pleasantly for somebody/yourself
-
Bangla meaning:
১. মজা করে সময় কাটানো: The kids amused themselves playing many games in the park.
২. কাউকে হাসানো: His jokes amused all of us.
-
-
amused [adjective]:
-
English meaning: thinking that somebody/something is funny, so that you smile or laugh
-
Bangla meaning: আনন্দিত বা মজা পেয়েছে
-
-
amusingly [adverb]:
-
English meaning: in a funny way that gives pleasure
-
Bangla meaning: মজারভাবে বা আনন্দদায়কভাবে
-
0
Updated: 1 month ago
Sailing to Byzantium was written by
Created: 2 months ago
A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
✦ Sailing to Byzantium (কবিতা)
-
লেখক: William Butler Yeats
-
প্রকাশকাল: ১৯২৭
-
ধরণ: Lyric poem
-
বিশেষত্ব:
-
Remarkable lyricism
-
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো
-
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
-
পরিচয়: Irish poet, dramatist, essayist
-
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি
-
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
Irish nationalism
-
Mythology
-
Spirituality
-
-
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
The Wild Swans at Coole
-
The Tower
-
Easter 1916
-
The Winding Stair
-
Leda and the Swan
-
The Countess Cathleen
-
A Vision
0
Updated: 2 months ago
W. B. Yeats is a/an ______ Poet.
Created: 1 month ago
A
American
B
Irish
C
Scottish
D
English
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:
0
Updated: 1 month ago
1832-1901 - This is the time frame of -
Created: 2 months ago
A
The Restoration Period
B
The Romantic Period
C
The Victorian Period
D
The Modern Period
The Victorian Period (1832–1901)
-
ইংরেজি সাহিত্যের 19শ শতাব্দীকে Victorian Period বলা হয়।
-
নামকরণ Queen Victoria-এর নামে। যদিও তিনি 1837 সালে সিংহাসনে বসেন, সাহিত্যিক পরিবর্তন 1832 সাল থেকে লক্ষ্য করা যায়।
-
Fabian Society 1883 সালে প্রতিষ্ঠিত হয়, শ্রেণী সংগ্রামে হিংসা এড়াতে। G.B. Shaw ছিলেন এর সদস্য।
Victorian Period-এর প্রধান দুইটি উপ-সময়কাল:
-
The Pre-Raphaelites: 1848–1860
-
Aestheticism & Decadence: 1880–1901
উল্লেখযোগ্য লেখক:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
English Literature Periods and Sub-Ages
-
Old English Period: 450–1066
-
Middle English Period: 1066–1500
-
Anglo-Norman Period
-
Age of Chaucer
-
-
Renaissance Period: 1500–1660
-
Elizabethan Period (1558–1603)
-
Jacobean Period (1603–1625)
-
Caroline Period (1625–1649)
-
Commonwealth Period (1649–1660)
-
-
Neoclassical Period: 1660–1785
-
Restoration Period (1660–1700)
-
Augustan Period (1700–1745)
-
Age of Sensibility (1745–1785/1798)
-
-
Romantic Period: 1798–1832
-
Victorian Period: 1832–1901
-
Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
-
-
Modern Period: 1901–1939
-
Edwardian Period (1901–1910)
-
Georgian Period (1910–1939)
-
-
Post-Modern Period: 1939–present
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago