Fill in the blank with the appropriate preposition: ‘Rina does not excel ____________ English.’
A
in
B
at
C
for
D
of
উত্তরের বিবরণ
Excel শব্দটি সাধারণত কোনো বিষয়ে বা দক্ষতায় উৎকৃষ্টতা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এর অর্থ হলো অন্যদের চেয়ে ভালো করা বা কোনো ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী হওয়া।
-
excel (in/at)
-
English meaning: to be extremely good at something
-
Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা, (২) ছাড়িয়ে যাওয়া
-
-
excel in: যখন কোনো subject, field বা area বোঝানো হয়।
-
উদাহরণ: She excels in mathematics. (সে গণিতে বিশেষ পারদর্শী)
-
-
excel at: যখন কোনো particular skill বা action বোঝানো হয়।
-
উদাহরণ: He excels at playing football. (সে ফুটবল খেলার ক্ষেত্রে উৎকৃষ্ট)
-
-
Complete sentence example: Rina does not excel in English. (রিনা ইংরেজিতে বিশেষ পারদর্শী নয়)
0
Updated: 1 month ago
"The Pilgrim's Progress" is a literary work from -
Created: 7 months ago
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
2
Updated: 7 months ago
'You' is -
Created: 2 months ago
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another
0
Updated: 2 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
He is senior than me.
B
He is senior with me.
C
He is senior to me.
D
He is senior off me.
সঠিক উত্তর হলো গ) He is senior to me।
Explanation:
-
Senior, inferior, junior, superior ইত্যাদির পরে সর্বদা to ব্যবহৃত হয়।
-
বাক্যটিতে বলা হয়েছে সে আমার থেকে বড়। তুলনা বোঝাতে সাধারণত than ব্যবহৃত হয়, কিন্তু senior এর সাথে to ব্যবহার করা হয়।
Other options:
-
ক) Senior এর সাথে than বসে না।
-
খ) Senior এর সাথে with বসে না; with সাধারণত "সাথে" অর্থে ব্যবহৃত হয়।
-
ঘ) Off বলতে কোনো কিছু থেকে বিচ্যুত বোঝায়।
0
Updated: 1 month ago