Identify the word having the same form in both singular and plural:
A
cuff
B
hunk
C
life
D
moose
উত্তরের বিবরণ
Moose হলো একটি বড় ধরনের হরিণ, যার বড় এবং চওড়া শিং থাকে যা শাখার মতো বিস্তৃত এবং লম্বা নাক থাকে। এটি প্রধানত উত্তর আমেরিকা, উত্তর ইউরোপ (যেখানে এটি elk নামে পরিচিত) এবং এশিয়ার বনাঞ্চলে বাস করে। Moose-এর শরীর মোটা লোমে ঢাকা এবং এটি শীতল ও বরফময় পরিবেশে বেঁচে থাকার জন্য অভিযোজিত। Moose এককভাবে বা ছোট দলে থাকে এবং এর খাদ্য মূলত ঘাস, পাতা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ। Moose-এর plural form একই থাকে, অর্থাৎ 'moose'।
-
cuff: হাতের কব্জির চারপাশে থাকা কাপড় বা বাঁধন, যা সাধারণত জামা বা শার্টের স্লিভের শেষ প্রান্তে থাকে। এটি হাতকে সুন্দরভাবে ঢেকে রাখে এবং পোশাকের সাজানোর জন্য ব্যবহৃত হয়। Plural: cuffs
-
hunk: বড় বা মোটা টুকরা, যা সাধারণত খাবার, মাংস বা আকর্ষণীয় পুরুষকে বোঝাতে ব্যবহার হয়। এটি আকৃতি ও আকারে বড় এবং দৃশ্যমান। Plural: hunks
-
life: জীবন বা প্রাণ, যা জীবনের অস্তিত্ব, বেঁচে থাকার প্রক্রিয়া এবং জীবন্ত অবস্থাকে বোঝায়। এটি মানুষের জীবনের মানে বা প্রাণবন্ততার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। Plural: lives
0
Updated: 1 month ago
No one should waste ________ time.
Created: 2 months ago
A
our
B
your
C
their
D
his
সঠিক উত্তর: ঘ) his
সম্পূর্ণ বাক্য:
No one should waste his time.
বর্ণনা:
-
যখন No/every/each + one এরূপে ব্যবহার করা হয়, অর্থাৎ one এর আগে কোনো qualifier শব্দ বসে, তখন one's ব্যবহৃত হয় না। এর পরিবর্তে his, her, he/she ইত্যাদি ব্যবহার করতে হয়।
উদাহরণসমূহ:
-
Inc. No one should kill away one's time.
-
Cor. No one should kill away his/her time.
-
Inc. There are sixty boys in the class; each one has done one's hometask.
-
Cor. There are sixty boys in the class; each one has done his hometask.
উৎস: A Passage to the English Language by S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Which work of poetry includes the line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea"?
Created: 1 month ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
C
Paradise Lost – John Milton
D
The Waste Land – T.S. Eliot
উল্লেখিত লাইনটি S.T. Coleridge রচিত বিখ্যাত কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি এক নাবিকের অপরাধবোধ, শাস্তি ও পরিত্রাণের কাহিনি তুলে ধরে। “Alone, alone, all, all alone, Alone on a wide wide sea”—এই পংক্তিটি নাবিকের মানসিক ও শারীরিক নিঃসঙ্গতার প্রতীক, যেখানে সে অসীম সমুদ্রের মাঝে নিজের অপরাধবোধে পীড়িত হয়ে একা হয়ে পড়ে। কবিতাটি মানুষের পাপ ও মুক্তির গভীর দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করে।
• The Rime of the Ancient Mariner:
-
এটি একটি lyric poem, যা লিখেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতায় একজন বৃদ্ধ নাবিক (The Mariner) হঠাৎ এক বিবাহ-অতিথিকে থামিয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার গল্প বলেন।
-
সমুদ্রে ভ্রমণের সময় তিনি Albatross নামের এক পাখিকে বিনা কারণে হত্যা করেন, যার ফলে প্রকৃতি ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়।
-
এই পাপের ফল হিসেবে তিনি ও তাঁর সহযাত্রীরা ভয়াবহ দুর্ভোগের মুখে পড়েন—সব নাবিক মারা যায়, আর তিনি একা থেকে যান অপরাধবোধ ও আত্মযন্ত্রণার মধ্যে।
-
পরবর্তীতে গভীর অনুশোচনা ও প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি বা পুনরুদ্ধার লাভ করেন।
-
কবিতাটি মোট ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে Lyrical Ballads গ্রন্থে।
• কবিতার উল্লেখযোগ্য লাইনসমূহ:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea.”
-
“Water, water everywhere, Nor any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
-
“A sadder and a wiser man, He rose the morrow morn.”
• প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
The Wedding Guest
-
The Albatross
-
The Nightmare Life-in-Death
• Samuel Taylor Coleridge:
-
তিনি ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
তাঁকে “Poet of Supernaturalism” বলা হয়, কারণ তাঁর কবিতায় রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদানের প্রাধান্য দেখা যায়।
• Coleridge-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Unfinished Narrative Ballad)
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan (Unfinished Poem)
-
Lyrical Ballads (with Wordsworth)
সঠিক উত্তর: খ) The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
0
Updated: 1 month ago
There is only ____ water in the bottle.
Created: 2 months ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)
0
Updated: 2 months ago