Choose the passive form of Visitors found him playing football.
A
Visitors were found playing football by him.
B
He was found playing football by visitors.
C
Visitors found that football was played by him.
D
He was playing football that was seen by visitors.
উত্তরের বিবরণ
The correct answer is খ) He was found playing football by visitors.
-
Active voice থেকে passive voice রূপান্তরের নিয়ম:
-
Active voice এর object passive voice এর subject হয়।
-
Tense অনুযায়ী auxiliary verb বসে।
-
মূল verb এর past participle ব্যবহৃত হয়।
-
প্রয়োজনীয় preposition (যেমন by, with, at, to, in) বসানো হয়।
-
Active voice এর subject passive voice এর object হয়ে যায়।
-
-
উদাহরণ:
-
Active: Visitors found him playing football.
-
Passive: He was found playing football by visitors.
-
-
Other options এবং সমস্যা:
-
ক) "Visitors were found playing football by him" – এখানে subject এবং object উল্টো হয়েছে।
-
গ) "Visitors found that football was played by him" – sentence-এর অর্থ এবং structure পরিবর্তিত হয়েছে।
-
ঘ) "He was playing football that was seen by visitors" – sentence-এর meaning পরিবর্তিত হয়েছে।
-
0
Updated: 1 month ago
Which one is an adjective?
Created: 1 month ago
A
Nostalgia
B
Poverty
C
Magnificently
D
Extraordinary
‘Extraordinary’ একটি adjective। এটি কোনো কিছুকে সাধারণের চেয়ে বিশিষ্ট বা অসাধারণ হিসেবে প্রকাশ করে।
Extraordinary (adjective):
-
English meaning: Exceptional to a very marked extent
-
Bangla meaning: অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট
-
Example: The race is an extraordinary event.
অন্যান্য শব্দ:
-
Nostalgia (noun): গৃহকাতরতা; অতীতবিধুরতা
-
Poverty (noun): দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য
-
Magnificently (adverb): জাঁকজমকপূর্ণভাবে
Source:
0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
Clym Yeobright হলো Thomas Hardy-এর উপন্যাস The Return of the Native-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Novel: The Return of the Native
-
লেখক: Thomas Hardy
-
প্রকাশিত: ১৮৭৮
-
পটভূমি: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath
-
বিষয়: নিয়তির নির্মমতা এবং মানুষের অসহায়ত্ব
-
-
Summary:
-
Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষ করে নিজের জন্মভূমি Egdon Heath-এ ফিরে আসেন।
-
তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান।
-
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস করছেন।
-
Eustacia স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, যা জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
-
শেষপর্যন্ত Eustacia এবং Damon উভয়েই দুঃখজনক পরিণতির শিকার হন।
-
-
Main Characters:
-
Clym Yeobright
-
Eustacia Vye
-
Thomasin Yeobright
-
Damon Wildeve
-
Mrs. Yeobright
-
Diggory Venn
-
-
Thomas Hardy (1840–1928):
-
ইংরেজ ঔপন্যাসিক ও কবি, ভিক্টোরিয়ান যুগের প্রধান লেখক
-
বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী
-
উপন্যাসে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিত্রিত
-
বিশেষ একটি অঞ্চলের উপর কেন্দ্রীভূত হওয়ায় তাকে regional novelist ও poet বলা হয়
-
Victorian period-এর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে গণ্য
-
-
Famous Novels:
-
Tess of the d’Urbervilles
-
The Return of the Native
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Far from the Madding Crowd
-
The Woodlanders
-
The Mayor of Casterbridge
-
The Well-Beloved
-
Jude the Obscure
-
0
Updated: 1 month ago
One who cannot be corrected.
Created: 1 month ago
A
Incurable
B
Hardened
C
Incorrigible
D
Invulnerable
Incorrigible (Adjective)
-
English Meaning: Having bad habits that cannot be changed or improved.
-
Bangla Meaning: অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য
Other Options:
-
Incurable: That cannot be cured → অচিকিৎসা; অন্যরোগ্য
-
Hardened: To become or make something become solid or stiff → কঠিনীভূত; ঘেঁচড়া
-
Invulnerable: That cannot be harmed or defeated → আহত বা ক্ষতিগ্রস্ত করা যায় না এমন; অভেদ্য; অবেধ্য; অনাক্রম
Source:
0
Updated: 1 month ago