Choose the passive form of Visitors found him playing football.
A
Visitors were found playing football by him.
B
He was found playing football by visitors.
C
Visitors found that football was played by him.
D
He was playing football that was seen by visitors.
উত্তরের বিবরণ
সঠিক
উত্তর: খ) He was found playing
football by visitors.
• Active voice থেকে
passive voice করার নিয়ম:
- Active voice এর
object টি passive
voice এর subject হয়।
- Tense অনুযায়ী
auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- preposition (by, with, at, to, in) বসে।
- Active voice এর
subject টি passive
voice এর object হয়।
Active: Visitors found him playing football.
Passive: He was found playing football by visitors.
অন্য
অপশনগুলোর সমস্যা:
ক)
"Visitors were found playing football by him" - এখানে subject ও object ভুলভাবে পরিবর্তিত হয়েছে।
গ)
"Visitors found that football was played by him" - ভুল, sentence-এর অর্থ ও
structure পরিবর্তিত হয়েছে।
ঘ)
"He was playing football that was seen by visitors" - ভুল, meaning পরিবর্তিত হয়েছে।

0
Updated: 15 hours ago
Choose the synonym of "Deride":
Created: 2 weeks ago
A
Praise
B
Mock
C
Encourage
D
Respect
• Deride:
-
English meaning: to laugh at or show no respect for someone or something, because you think they are stupid or of no value.
-
Bangla meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।
Options:
ক) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
খ) Mock: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
গ) Encourage: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
ঘ) Respect: সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Deride" হলো Mock।
Source: Accessible Dictionary.

0
Updated: 2 weeks ago
The play 'Candida' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

1
Updated: 1 month ago
The play Murder in the Cathedral is based on the death of —
Created: 2 weeks ago
A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)

0
Updated: 2 weeks ago