Fill in the gap with the right option: 'I can't carry ___________ longer; I need help.'
A
out along any
B
over alone any
C
on alone any
D
out alone.
উত্তরের বিবরণ
সঠিক
উত্তর: গ) on alone any.
বাক্যটি সম্পূর্ণ হবে: I can't carry on alone
any longer; I need help.
Carry on:
- Meaning: to continue doing, pursuing, or operating.
- এখানে "carry
on" phrasal verb ব্যবহৃত
হয়েছে যার অর্থ "চালিয়ে
যাওয়া"।
অন্য
অপশনগুলোর সমস্যা:
ক)
out along any - "carry out along" সঠিক
phrasal verb নয়।
খ)
over alone any - "carry over" অর্থ
ভিন্ন (স্থানান্তর করা) এবং এই
context এ অর্থহীন।
ঘ)
out alone - "carry out" মানে
"সম্পাদন করা", এবং "any longer" অংশ বাদ পড়েছে।
"Carry on" একটি
common phrasal verb যার
অর্থ
"continue" বা
"চালিয়ে যাওয়া"।

0
Updated: 15 hours ago
Who is credited with introducing the "Comedy of Humours" in English drama?
Created: 1 week ago
A
Thomas Kyd
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
Samuel Johnson
Comedy of Humours হলো একটি নাট্যধারা, যা বিশেষভাবে যুক্ত করা হয় Ben Jonson–এর সাথে। এই ধরণের কমেডিতে চরিত্রগুলি তাদের প্রধান ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য বা ‘humours’ অনুযায়ী আচরণ করে, যা তাদের ইচ্ছা ও আচরণকে প্রভাবিত করে।
-
মূল হিউমারগুলো হলো:
-
Choleric (খিটখিটে, বদমেজাজি)
-
Melancholic (বিষাদবায়ুগ্রস্ত, বিষাদপূর্ণ)
-
Sanguine (আশাবাদী)
-
Phlegmatic (স্বভাবত উদাসীন)
-
Example
-
Ben Jonson–এর নাটক Every Man in His Humour এবং Every Man Out of His Humour কমেডি অফ হিউমারের উদাহরণ।
Medical Theory সম্পর্কিত ব্যাখ্যা
-
এই টার্মটি এসেছে ল্যাটিন শব্দ ‘humor’ বা ‘umor’ থেকে, যার অর্থ হলো ‘liquid’ বা তরল’।
-
মধ্যযুগীয় ও রেনেসাঁ চিকিৎসা তত্ত্ব অনুযায়ী মানুষের শরীর চারটি তরলের (humours) সমন্বয়ে গঠিত: blood, phlegm, yellow bile (choler), black bile (melancholy)।
-
যখন এই হিউমারগুলো সুষম থাকে, তখন মানুষের মন এবং শরীর উভয়ই সুস্থ থাকে।
Ben Jonson
-
তিনি ছিলেন একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man Out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone

0
Updated: 1 week ago
__________ sugar should I buy for the cake?
Created: 1 month ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 2 weeks ago
A
Equpment
B
Equippment
C
Equipment
D
Equepment
• Equipment:
English meaning: the set of necessary tools, clothing, etc. for a particular purpose.
Bangla meaning:
-
সজ্জা; প্রস্তুতি
-
(collective noun) যন্ত্রপাতি
Example:
-
The soldiers gave their equipment a final check before setting off.
-
Firefighters had to cut the trapped driver free using special equipment.
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago