'The moon goes round the earth'.In this sentence 'round' is a/an-
A
noun
B
preposition
C
verb
D
adverb
উত্তরের বিবরণ
The moon goes round the earth'.In this sentence 'round'
is a/an- preposition.
- Preposition হলো
এমন একটি শব্দ যা
noun বা pronoun-এর সঙ্গে সম্পর্ক
তৈরি করে।
- round এখানে দেখাচ্ছে Moon এর গতি বা
অবস্থান relation Earth
এর সাথে।
- অর্থাৎ, round the
earth → prepositional phrase.
- the earth হলো
preposition-এর object.
- round" এখানে
around অর্থে ব্যবহৃত হয়েছে।
--------------
• এটি noun বা verb নয়, কারণ এটি
কোনো কাজ বা বস্তু
বোঝাচ্ছে না।
- এটি adverb নয়, কারণ এটি
verb "goes" কে
সরাসরি modify করছে না।
- এটি preposition, কারণ এটি "the earth" (noun) এর সাথে সম্পর্ক
তৈরি করছে।

0
Updated: 15 hours ago
Today, many Americans are still grappling ____ the issue of race.
Created: 3 days ago
A
on
B
of
C
to
D
with
• Complete Sentence:
Today, many Americans are still grappling with
the issue of race.
• Grapple with someone (phrasal verb with grapple verb)
English Meaning: to hold onto someone and fight with them.
Bangla Meaning: কারো সাথে লড়াই করা; কারো সাথে সমস্যা সমাধান করতে চেষ্টা করা।

0
Updated: 3 days ago
Marlowe's "Doctor Faustus" is a/an -
Created: 4 weeks ago
A
comedy
B
tragedy
C
historical novel
D
absurd play
✦ Doctor Faustus (নাটক)
-
লেখক: Christopher Marlowe
-
পূর্ণ নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
ধরণ: Tragedy (খ)
সারসংক্ষেপ
-
Faustus, একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর কাছে তার আত্মা বিক্রি করে অলৌকিক ক্ষমতা অর্জন করতে চায়।
-
Faustus ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা লাভ করে, কিন্তু গভীর অনুশোচনা ও দ্বিধায় ভুগে।
-
বিভিন্ন সুযোগে মুক্তি লাভের সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেকে ত্যাগ করতে রাজি হয় না।
-
নাটকের শেষাংশে Faustus নরককুণ্ডে টেনে নেওয়া হয় এবং চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রসমূহ
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel
-
The Evil Angel
-
Wagner
✦ Christopher Marlowe (১৫৬৪–১৫৯৩)
-
পরিচয়: Elizabethan Period-এর কবি ও নাট্যকার
-
খ্যাতি: The Father of English Tragedy, University Wit
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
-

0
Updated: 4 weeks ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago