Fill in the blank with the correct option: 'The family _____ their homeland during the 1960s.'
A
left
B
was left
C
had been left
D
had left
উত্তরের বিবরণ
সঠিক
উত্তর হলো: ক) left.
Complete sentence: The family left their homeland during
the 1960s.
• অতীতের একটি নির্দিষ্ট ঘটনা
বোঝাতে Simple Past ব্যবহার হয়।
- এখানে 1960s একটি নির্দিষ্ট অতীত
সময় নির্দেশ করছে।
- অতএব, left (simple
past of leave) সঠিক।
Other options,
খ) was left
- এটি passive form.
- অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"।
- উদাহরণ: The house
was left in ruins after the storm.
- এখানে “the family” মূল subject হওয়ায় passive voice ব্যবহার করা ভুল।
গ) had been left:
- এটি Past Perfect
Passive। এর অর্থও হবে
"পরিবারটিকে ছেড়ে যাওয়া হয়েছিল" যা সঠিক নয়।
ঘ) had left:
- ভুল — Past perfect, সাধারণত তখন ব্যবহার হয়
যখন কোনো ঘটনা আরেকটি
অতীত ঘটনার আগে ঘটেছে।

0
Updated: 15 hours ago
William Blake was a -
Created: 2 weeks ago
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
William Blake was a - Romantic poet.
• William Blake:
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.

0
Updated: 2 weeks ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 4 days ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• The required answer
is - Store selfishly or secretly.
• Hoard (Noun, Verb).
- English meaning: A collection of money, food, valuable objects, etc.,
especially one that somebody keeps in a secret place so that other people will
not find or steal it.
- Bangla meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
• Example Sentences:
- The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
- During the crisis, some people began to hoard essentials like toilet paper
and canned food.
- They discovered a hoard of ancient gold coins buried in the field.

0
Updated: 4 days ago
Fill in the blank with the appropriate preposition: ‘Rina does not excel ____________ English.’
Created: 15 hours ago
A
in
B
at
C
for
D
of
"Excel" সাধারণত কোন বিষয়ে দক্ষতা দেখানোর ক্ষেত্রে ব্যবহার হয়।
excel (in/at)
English meaning: to be extremely good at something.
Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা। (২) ছাড়িয়ে যাওয়া।
তবে,
excel in → যখন কোনো subject/field/area বোঝানো হয়।
উদাহরণ: She excels in mathematics.
excel at → যখন কোনো particular skill/doing action বোঝানো হয়।
উদাহরণ: He excels at playing football.
Complete sentence - Rina does not excel in English.

0
Updated: 15 hours ago