'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a/an-
A
participle
B
gerund
C
infinitive
D
verbal noun
উত্তরের বিবরণ
'Walking is beneficial to a healthy life.' Here 'walking'
is a - Gerund.
- এখানে
"Walking" বাক্যের
subject.
- তাই,
"walking" এখানে
noun-এর মতো ব্যবহার হয়েছে।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি
noun এর কাজ করে অর্থাৎ
Verb ও noun এর কাজ করে,
তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined.
• Gerund ব্যবহৃত
হয়:
- Subject অথবা object হিসেবে;
- Preposition এর
object হিসেবে;
- Verb এর complement হিসেবে;
- Compound noun হিসেবে
ব্যবহৃত হয়।
Other options,
• Participle: সাধারণত
verb-এর -ing আকার যা adjective-এর
কাজ করে।
উদাহরণ:
The walking man is my father. → এখানে
"walking" মানে
"যে হাঁটছে", এটি adjective এর কাজ করছে।
• Infinitive: verb-এর
to + base form (যেমন
to walk).
- এখানে
"walking" infinitive নয়,
কারণ "to
walk" বলা হতো।
• Verbal Noun:
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং
পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা
Noun এর কাজ সম্পন্ন হয়।
- নিয়মানুযায়ী The
writing of a good letter is very different is the example of verbal noun
- কারণ, writing এর পূর্বে the ও
পরে of বসেছে।

0
Updated: 15 hours ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 4 weeks ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so-
Created: 4 weeks ago
A
Watch out for falling animals.
B
Make sure you take an umbrella.
C
Keep your pets inside.
D
Keep the windows open.
শূন্যস্থানে সঠিক উত্তর:
Make sure you take an umbrella.
পূর্ণ বাক্য:
It's raining cats and dogs, so make sure you take an umbrella.
“It's raining cats and dogs” অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই বাইরে যাওয়ার আগে ছাতা সঙ্গে নেওয়া উচিত।
“It's raining cats and dogs” ব্যবহার করলে অর্থ:
It means – It's raining heavily.
cats and dogs (adverb হিসেবে)
English Meaning: in great quantities; very hard.
বাংলায় অর্থ: অনেক পরিমাণে, তীব্রভাবে।
উদাহরণ: rain cats and dogs দ্বারা বোঝায় – তুমুল বর্ষণ।
উদাহরণ বাক্য:
-
Last night, it was raining cats and dogs, and the streets were flooded within minutes.
– গত রাতের বৃষ্টি এত তীব্র ছিল যে কয়েক মিনিটের মধ্যে রাস্তা পানিতে ভরে গিয়েছিল। -
I forgot my umbrella, and it started to rain cats and dogs just as I left the office.
– আমি ছাতা ভুলে গিয়েছিলাম, আর অফিস থেকে বের হওয়ার ঠিক মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
উৎস: Merriam-Webster

0
Updated: 4 weeks ago
Hyperion is written by -
Created: 1 week ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:

0
Updated: 1 week ago