'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a/an-
A
participle
B
gerund
C
infinitive
D
verbal noun
উত্তরের বিবরণ
'Walking is beneficial to a healthy life.' এই বাক্যে "walking" হলো একটি Gerund, কারণ এটি বাক্যের subject হিসেবে ব্যবহার হয়েছে এবং noun-এর মতো কাজ করছে, যদিও এর মূল শব্দটি একটি verb। Gerund হলো এমন একটি verb form যা noun-এর কাজও করতে পারে, অর্থাৎ এটি verb এবং noun-এর সমন্বয়।
-
Gerund:
-
Verb-এর সাথে -ing যুক্ত হলে এবং noun-এর মতো ব্যবহার হলে তাকে Gerund বলা হয়।
-
এটি একটি double part of speech, যা একই সঙ্গে noun এবং verb-এর বৈশিষ্ট্য ধারণ করে।
-
-
Gerund ব্যবহৃত হয়:
-
Subject বা object হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Verb-এর complement হিসেবে
-
Compound noun হিসেবে
-
-
Other options:
-
Participle: সাধারণত verb-এর -ing আকার যা adjective-এর কাজ করে।
-
উদাহরণ: The walking man is my father. → এখানে "walking" মানে "যে হাঁটছে", এটি adjective-এর কাজ করছে।
-
-
Infinitive: verb-এর to + base form (যেমন to walk), যা এখানে প্রযোজ্য নয় কারণ "walking" infinitive নয়।
-
Verbal Noun: verb + -ing এর পূর্বে the এবং পরে of থাকলে এটি Verbal Noun।
-
উদাহরণ: The writing of a good letter is very different. → এখানে writing Verbal Noun, কারণ এর পূর্বে "the" এবং পরে "of" আছে।
-
-
এইভাবে, প্রদত্ত বাক্যে "walking" subject হওয়ায় এবং noun-এর মতো ব্যবহার হওয়ায় এটি স্পষ্টভাবে Gerund।
0
Updated: 1 month ago
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." - This is quoted by -
Created: 2 months ago
A
Lord Byron
B
Alexander Pope
C
Francis Bacon
D
Robert Browning
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." – Lord Byron
Don Juan:
-
জন্ম: স্পেনের সেভিল শহরে।
-
বাবা-মা সুখী ছিলেন না, বাবার মৃত্যু হলে মা তাকে বড় করেন।
-
কৈশোরে এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে।
-
স্পেন ত্যাগের পথে জাহাজডুবি থেকে কোনোমতে বেঁচে যান।
-
জলদস্যুরা তাকে দাস হিসেবে বিক্রি করে; পরে তুরস্কে এক মহিলার হাতে পড়েন।
-
তিনি পালিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেন এবং আবারও এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন।
বিখ্যাত উক্তি:
-
"Sweet is revenge — especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
"Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence."
Lord Byron:
-
পূর্ণ নাম: George Gordon Byron।
-
British Romantic poet ও satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপে আলোড়ন তোলে।
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
0
Updated: 2 months ago
The Caretaker is a _____ play by Harold Pinter.
Created: 2 months ago
A
one-act
B
three-act
C
four-act
D
five-act
• The Caretaker
- Harold Pinter wrote this play.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies.
• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
• Best Works:
- The Birthday Party,
- The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.
0
Updated: 2 months ago
Far and wide means -
Created: 2 months ago
A
Over a large area
B
By a very large amount
C
With absolute accuracy
D
Sometimes, but not regularly
Answer: Over a large area
Far and wide
-
English Meaning: over a large area / everywhere
-
Bangla Meaning: দিগন্ত জুড়ে / সর্বত্র
Example Sentence: His reputation as a scholar spread far and wide.
Bangla Meaning: বিদ্বান হিসেবে তার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago