The word 'decadent' means-
A
rotten
B
morally declined
C
dissident
D
defiant
উত্তরের বিবরণ
• Decadent: [adjective]
English meaning: having or showing low standards, especially moral
ones, and an interest only in pleasure and fun rather than serious things.
Bangla meaning: নৈতিকভাবে
অবনত/পতিত।
Example:
- There was something very decadent about filling ourselves with so much rich
food.
Other options,
ক) rotten:
- পচা।
খ) morally declined:
- নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।
গ) dissident:
- ভিন্নমতাবলম্বী/ বিপরীতমতবাদী বা মতবিরোধী।
ঘ) defiant:
- স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।
অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'decadent' means- morally declined.

0
Updated: 15 hours ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 4 weeks ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 4 weeks ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 day ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 1 day ago
Choose the antonym of "Deferential":
Created: 2 weeks ago
A
Obedient
B
Disrespectful
C
Praise
D
Submissive
• Deferential:
-
English meaning: showing that you respect somebody/something, especially somebody older or more senior than you.
-
Bangla meaning: শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
Options:
ক) Obedient: আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Disrespectful: অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ।
গ) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) Submissive: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Deferential" হলো Disrespectful।
Source: Accessible Dictionary.

0
Updated: 2 weeks ago