There are ____ dangerous drivers.
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
উত্তরের বিবরণ
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 2 months ago
'Frailty thy name is woman'- is a famous dialogue from.
Created: 3 weeks ago
A
Christopher Marlowe
B
John Webstar
C
W. Shakespeare
D
T. S. Eliot
“Frailty, thy name is woman” – Shakespeare
-
এটি উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় উক্তি, যা তাঁর ট্র্যাজেডি ‘Hamlet’ থেকে নেওয়া।
-
এই উক্তিটি Hamlet তার মাকে উদ্দেশ্য করে বলেন, এবং এটি নাটকের প্রথম soliloquy-এর অংশ।
-
এখানে Hamlet মূলত তার মায়ের তৃতীয় বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সমগ্র নারী জাতিকে দুর্বল ও ভঙ্গুর চরিত্রযুক্ত হিসেবে দেখান।
Hamlet নাটক সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
লেখক: উইলিয়াম শেক্সপিয়ার
-
রচনার সময়: ১৫৯৯–১৬০১
-
প্রকাশ: ১৬০৩
-
আকৃতি: ৫টি অধ্যায় বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী: ডেনমার্কের রাজকুমার Hamlet তার বাবার মৃত্যুর পর জার্মানি থেকে দেশে ফিরে আসে। তিনি জানতে পারেন যে তার চাচা Claudius তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছে। নাটকটি মূলত Hamlet-এর প্রতিশোধ ও মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।
Hamlet-এর কিছু জনপ্রিয় উক্তি:
-
“To be, or not to be, that is the question”
-
“Brevity is the soul of wit”
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend”
-
“There is divinity that shapes our end”
প্রধান চরিত্রসমূহ:
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Ophelia
-
Horatio
-
Polonius
উৎস: Britannica and SparkNotes.com

0
Updated: 3 weeks ago
The romantic age in English literature began with the publication of ___
Created: 3 weeks ago
A
Preface to Shakespeare
B
Preface to Lyrical Ballads
C
Preface to Ancient Mariners
D
Preface to Dr. Johnson
Romantic Period in English Literature (1798–1832)
-
ইংরেজি সাহিত্যে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কে Romantic Period বলা হয়।
-
এই যুগের সূচনা ঘটে 1798 সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ কাব্যগ্রন্থ Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
Lyrical Ballads (1798)
-
এটি ছিল একটি কবিতার সংকলন।
-
প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে।
-
এই গ্রন্থের মাধ্যমেই ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা ঘটে।
-
এতে অন্তর্ভুক্ত কবিতাগুলো ছিল একেবারেই সরল, অলংকারহীন ও কৃত্রিমতামুক্ত।
-
কবিরা সচেতনভাবে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন, যাতে কবিতা সহজে বোঝা যায়।
বিষয়বস্তু ও কবির সংখ্যা
-
Lyrical Ballads-এ মোট ২৩টি কবিতা প্রকাশিত হয়।
-
এর মধ্যে ১৯টি কবিতা William Wordsworth-এর।
-
আর ৪টি কবিতা Samuel Taylor Coleridge-এর।
-
Source: An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
After food has been dried or canned ____ for later consumption.
Created: 4 weeks ago
A
it should be stored
B
That it should be stored
C
should be stored
D
which should be stored
After দিয়ে বাক্য শুরু হলে বোঝা যায় এটি একটি Subordinate clause।
-
এর পরের অংশটি অবশ্যই Independent clause হবে। তাই সেখানে Subject + Verb থাকতে হবে।
-
দুই অংশেই একই Subject + Verb structure ব্যবহার করতে হবে।
-
সাধারণ নিয়ম: After + clause (subject + verb), main clause (subject + verb)।
👉 তাই সঠিক উত্তর হবে: it should be stored।
পূর্ণাঙ্গ বাক্য
After food has been dried or canned, it should be stored for later consumption.
বাংলা অর্থ
খাবার শুকানো বা ক্যান করা হলে, তা পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা উচিত।

0
Updated: 4 weeks ago