Choose the correct alternative to complete the sentence. 'He _____ to see us if he had been able to.'
A
would come
B
would have come
C
may have come
D
may come
উত্তরের বিবরণ
• উল্লেখিত বাক্যের শূন্যস্থানে - would have come বসবে।
Complete sentence: 'He would have come to see us if he had been able to'.
• Third Conditional এর নিয়মানুযায়ী -
- If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He would have come to see us if he had been able to.
0
Updated: 5 months ago
Choose the correctly spelt word:-
Created: 2 months ago
A
Superceed
B
Superseed
C
Supercede
D
Supersede
Supersede (verb-transitive)
English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.
Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।
Other Forms: Supersession [সূপাসেশ্ন্] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence:
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Which of the following sentences is grammatically correct?
Created: 1 month ago
A
One should take care of his health.
B
Ten kilometers are too far to walk.
C
The furniture in the living room needs to be cleaned regularly.
D
Every students are present at today.
সঠিক বাক্য হলো The furniture in the living room needs to be cleaned regularly. কারণ furniture একটি uncountable noun, তাই এর Plural form নেই এবং এটি Singular verb গ্রহণ করে।
-
উল্লিখিত অন্যান্য ব্যাখ্যা:
-
(ক) his এর পরিবর্তে one's ব্যবহার করা হয়, কারণ One এর Possessive case হলো one's।
-
(খ) একক সমষ্টি বুঝাতে যেমন সময়, দূরত্ব, অর্থ—যদি Plural দেখায় তবুও Singular verb ব্যবহার হয়। উদাহরণ: Ten kilometers is a long distance.
-
(ঘ) Every + Singular Noun একত্রিত হলে এটি একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence using "died in":
Created: 1 month ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:
0
Updated: 1 month ago