‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ কোন তিনটি দেশের সীমান্তে অবস্থিত?
A
থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার
B
আফগানিস্তান, পাকিস্তান, ইরান
C
বাংলাদেশ, ভারত, মিয়ানমার
D
থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস
উত্তরের বিবরণ
এমারেল্ড ট্রায়াঙ্গল হলো কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওসের সীমান্তবর্তী অঞ্চল, যেখানে এই তিন দেশের সীমানা মিলিত হয়।
-
সীমান্ত দ্বন্দ্ব: কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শত বছরের বেশি পুরনো
-
বিরোধপূর্ণ অঞ্চল: ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত
-
মোয়ান থম মন্দির: ১১ শতকের এই মন্দিরকে কেন্দ্র করে ২০০৮ সালে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে
-
ফলাফল: পরবর্তী বছরগুলোতে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে

0
Updated: 15 hours ago
থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাত বন্ধে কোন দেশ মধ্যস্থতা করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
মালয়েশিয়া
C
ভারত
D
চীন
• থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাত:
-
সীমান্ত বিরোধের মধ্যস্থতাকারী দেশ: মালয়েশিয়া।
-
আলোচনায় উপস্থিত ছিলেন:
-
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী: ফুমথাম ওয়েচাইয়াচাই
-
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী: হুন মানেত
-
মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরা।
-
⇒ পটভূমি:
-
১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত ফ্রান্সের ঔপনিবেশিক শাসকরা নির্ধারণ করেছিলেন।
-
থাইল্যান্ড মানচিত্রটি মেনে নেয়নি এবং বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গড়ালেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
-
সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সাম্প্রতিক সংঘাতটি গত ১৩ বছরে সবচেয়ে বড়।
উৎস: Reuters

0
Updated: 3 weeks ago