’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
উত্তরের বিবরণ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
-
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়।
-
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন।
-
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।

0
Updated: 15 hours ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 15 hours ago
A
৪টি
B
৩টি
C
৫টি
D
৬টি
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার মোট ৬৭৬ জনকে চার ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে।
-
সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ—৭ জন।
-
দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম—৬৮ জন।
-
তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম—১৭৫ জন।
-
চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক—৪২৬ জন।

0
Updated: 15 hours ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
Created: 15 hours ago
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

0
Updated: 15 hours ago
ঢাকার বাহিরে অপারেশন সার্চলাইটের দায়িত্বে ছিলেন কে?
Created: 4 months ago
A
রাও ফরমান আলী
B
টিক্কা খান
C
খাদিম হোসেন রাজা
D
মোহাম্মদ নিয়াজী
অপারেশন সার্চলাইটের পরিকল্পনা:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে।
- ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা।
- এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান অর্থাৎ মূল দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বিবিসি।

0
Updated: 4 months ago