মুক্তিযুদ্ধে নারী, শিশু ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। নারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুজন মহিলা বীরপ্রতীক খেতাব পান।
-
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলারা হলেন ক্যাপ্টেন ডা. সেতারা বেগম (২নং সেক্টর) এবং তারামন বিবি (১১নং সেক্টর)।
-
খেতাবহীন বীর মহিলা মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন সুনামগঞ্জের খাসিয়া সম্প্রদায়ের কাঁকন বিবি, যার আসল নাম ছিল কাঁকাত হেনিনচিতা। তিনি ‘মুক্তিবেটি’ নামেও পরিচিত।
-
মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় তিন লাখ নারী পাক সেনা বাহিনী কর্তৃক ধর্ষিত হন।
-
এই নারীরা মুক্তিযোদ্ধাদের সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের ত্যাগ ও সাহসের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে ‘বীরাঙ্গনা’ উপাধিতে ভূষিত করা হয়।