Water boils ___ you heat it to 100° centigrade.
A
unless
B
until
C
if
D
although
উত্তরের বিবরণ
উপরের বাক্যটি একটি Zero Conditional sentence-এর উদাহরণ, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করে।
Zero Conditional structure:
If + Present Simple, Present Simple — এই গঠন ব্যবহার করে এমন ঘটনা বোঝানো হয় যা সবসময় সত্য, যেমন প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক বাস্তবতা।
• এখানে 'if clause' এবং 'main clause'—উভয় অংশেই present simple tense ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে।
Structure (রূপরেখা):
If + Present Simple, Present Simple
(এটি সার্বজনীন সত্য, বৈজ্ঞানিক নিয়ম বা স্বভাবগত আচরণ বোঝাতে ব্যবহৃত হয়।)
Example sentence (উদাহরণ):
Water boils if you heat it to 100° centigrade.
(যদি আপনি পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করেন, তবে তা ফুটে ওঠে।)
0
Updated: 3 months ago
Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
Created: 3 months ago
A
consented
B
agreed
C
accepted
D
granted
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
0
Updated: 3 months ago
Othello gave Desdemona ___ as a token of love:
Created: 2 months ago
A
Ring
B
Handkerchief
C
Pendant
D
Bangles
Othello gave Desdemona a Handkerchief as a token of love.
Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।
• Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.
• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.
• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia etc.
Source: Britannica and Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Fill in the blank with right option. I am looking forward ____ you.
Created: 3 months ago
A
to seeing
B
seeing
C
to see
D
to have seen
to seeing
-
সম্পূর্ণ বাক্য: I am looking forward to seeing you. (আমি তোমাকে দেখার অপেক্ষায় আছি।)
Look forward এর ব্যবহার:
-
"Look forward" এর পর 항상 "to" এবং এর পর verb এর "-ing" ফর্ম বসে।
উদাহরণ:
-
I am looking forward to receiving your letter.
-
I am looking forward to seeing you.
-
My friend is looking forward to going to London.
-
He is looking forward to starting his new job.
আরও কিছু বিশেষ শব্দের পর verb এর সাথে "-ing" যুক্ত হয়:
যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি।
উদাহরণ:
-
He came to Dhaka with a view to visiting a new place.
-
Would you mind closing the door?
-
I don't mind taking a cup of tea.
-
He cannot help laughing out loud.
0
Updated: 3 months ago