’কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
A
জাপানে
B
কানাডায়
C
যুক্তরাষ্ট্রে
D
জার্মানিতে
উত্তরের বিবরণ
‘কনসার্ট ফর বাংলাদেশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি করা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদান। তিনি তাঁর শিষ্য ও বন্ধু, বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন।
-
কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা।
-
পশ্চিমা তারকাদের মধ্যে জর্জ হ্যারিসন ছাড়াও উপস্থিত ছিলেন রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন প্রমুখ।
-
অনুষ্ঠানটি ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয় এবং ২ লাখ ৪৩ হাজার ৪১৮.৫০ ডলার সংগ্রহ করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
Created: 1 month ago
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।
0
Updated: 1 month ago
পাকিস্তানি হানাদার বাহিনী কোথায় আত্মসমর্পণ করেন?
Created: 1 month ago
A
পল্টনে
B
টিএসসি
C
ঢাকা সেনানিবাসে
D
রেসকোর্স ময়দানে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে। যৌথ বাহিনীর কঠোর আক্রমণের পর পাকিস্তানি সেনারা অবশেষে আত্মসমর্পণে সম্মত হন।
-
১৬ ডিসেম্বর ১৯৭১ তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডার প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করেন।
-
পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন।
-
বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
0
Updated: 1 month ago
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
Created: 1 month ago
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
-
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়।
-
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন।
-
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
0
Updated: 1 month ago