বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
উত্তরের বিবরণ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন-
Created: 1 month ago
A
মেজর জিয়াউর রহমান
B
জেনারেল আতাউল গনি ওসমানী
C
এ.কে. খন্দকার
D
মেজর খালেদ মোশাররফ
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। তিনি মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব ও সংগঠন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
জেনারেল আতাউল গনি ওসমানী ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন।
-
১৯৭১ সালের ১৭ এপ্রিল, মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠনের পর তিনি বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন।
-
৭ জুলাই ১৯৭১, যুদ্ধের কৌশলগত প্রয়োজনে সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের পরিকল্পনা নেয় এবং প্রথম ব্রিগেড হিসেবে ‘জেড ফোর্স’ গঠন করা হয়, যার অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান।
-
পরবর্তীতে সেপ্টেম্বর মাসে ‘এস ফোর্স’ এবং ১৪ অক্টোবর ‘কে ফোর্স’ গঠন করা হয়।
-
এস ফোর্সের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে. এম. সফিউল্লাহ।
-
এই তিনটি ফোর্স মুক্তিযুদ্ধে সুসংগঠিত সামরিক অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0
Updated: 1 month ago
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেডটি কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
এস ফোর্স
B
কে ফোর্স
C
এন ফোর্স
D
জেড ফোর্স
জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রধান নিয়মিত ব্রিগেড।
-
জেড ফোর্স:
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জুলাই মাসে গঠিত।
-
কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'Z' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
-
-
এস ফোর্স:
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, অক্টোবর মাসে গঠিত।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে।
-
অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
-
-
কে ফোর্স:
-
গঠিত হয় ৭ই অক্টোবর।
-
গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।
-
অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, যার নামের ইংরেজি আদ্যক্ষর 'K' অনুসারে ব্রিগেডের নামকরণ করা হয়েছে।
-
0
Updated: 1 month ago
’কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
জাপানে
B
কানাডায়
C
যুক্তরাষ্ট্রে
D
জার্মানিতে
‘কনসার্ট ফর বাংলাদেশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি করা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদান। তিনি তাঁর শিষ্য ও বন্ধু, বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন।
-
কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা।
-
পশ্চিমা তারকাদের মধ্যে জর্জ হ্যারিসন ছাড়াও উপস্থিত ছিলেন রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন প্রমুখ।
-
অনুষ্ঠানটি ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয় এবং ২ লাখ ৪৩ হাজার ৪১৮.৫০ ডলার সংগ্রহ করা হয়।
0
Updated: 1 month ago