মুক্তিযুদ্ধকালীন পার্বত্য চট্টগ্রাম জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
A
২নং সেক্টর
B
১নং সেক্টর
C
৪নং সেক্টর
D
৮নং সেক্টর
উত্তরের বিবরণ
১নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত ছিল।
-
সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
-
প্রথম সেক্টর প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম।
-
এই সেক্টরের পাঁচটি সাব-সেক্টর এবং কমান্ডাররা:
-
ঋষিমুখ: ক্যাপ্টেন শামসুল ইসলাম
-
শ্রীনগর: ক্যাপ্টেন মতিউর রহমান, পরে ক্যাপ্টেন মাহফুজুর রহমান
-
মনুঘাট: ক্যাপ্টেন মাহফুজুর রহমান
-
তবলছড়ি: সুবেদার আলী হোসেন
-
ডিমাগিরী: জনৈক সুবেদার
-
-
এই সেক্টরে প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন।
-
এর মধ্যে প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য ছিলেন (ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) এবং প্রায় আট হাজার ছিলেন গণবাহিনীর সদস্য।
-
-
এ বাহিনীর গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

0
Updated: 15 hours ago
ঢাকার বাহিরে অপারেশন সার্চলাইটের দায়িত্বে ছিলেন কে?
Created: 4 months ago
A
রাও ফরমান আলী
B
টিক্কা খান
C
খাদিম হোসেন রাজা
D
মোহাম্মদ নিয়াজী
অপারেশন সার্চলাইটের পরিকল্পনা:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে।
- ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা।
- এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান অর্থাৎ মূল দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বিবিসি।

0
Updated: 4 months ago
’কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 15 hours ago
A
জাপানে
B
কানাডায়
C
যুক্তরাষ্ট্রে
D
জার্মানিতে
‘কনসার্ট ফর বাংলাদেশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি করা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদান। তিনি তাঁর শিষ্য ও বন্ধু, বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন।
-
কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা।
-
পশ্চিমা তারকাদের মধ্যে জর্জ হ্যারিসন ছাড়াও উপস্থিত ছিলেন রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন প্রমুখ।
-
অনুষ্ঠানটি ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয় এবং ২ লাখ ৪৩ হাজার ৪১৮.৫০ ডলার সংগ্রহ করা হয়।

0
Updated: 15 hours ago
পাকিস্তানি হানাদার বাহিনী কোথায় আত্মসমর্পণ করেন?
Created: 15 hours ago
A
পল্টনে
B
টিএসসি
C
ঢাকা সেনানিবাসে
D
রেসকোর্স ময়দানে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে। যৌথ বাহিনীর কঠোর আক্রমণের পর পাকিস্তানি সেনারা অবশেষে আত্মসমর্পণে সম্মত হন।
-
১৬ ডিসেম্বর ১৯৭১ তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডার প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করেন।
-
পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন।
-
বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0
Updated: 15 hours ago