বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের বিমান বিধ্বস্ত হয়েছিল কোথায়?
A
করাচি
B
লাহোর
C
থাট্টা
D
কাশ্মীর
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অমর নায়ক।
-
তিনি ১৯৪১ সালের ২৯ নভেম্বর ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন।
-
প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঢাকা কলেজিয়েট স্কুলে, পরে পড়াশোনা করেন পশ্চিম পাকিস্তানের সারগোদার পাকিস্তান বিমানবাহিনী পাবলিক স্কুলে।
-
পাকিস্তান বিমানবাহিনী একাডেমী থেকে ১৯৬৩ সালের জুনে কমিশন লাভ করেন।
-
করাচিতে জেট কনভার্সন কোর্স সম্পন্ন করে পেশোয়ারে জেট পাইলট হিসেবে যোগ দেন।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন ছুটিতে এসে ভৈরবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধে অংশগ্রহণ করেন।
-
পারিবারিক চাপের কারণে পাকিস্তানে ফিরে যান এবং বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন।
-
১৯৭১ সালের ২০ আগস্ট, করাচি থেকে উড্ডয়নের সময় তিনি প্রশিক্ষণরত পাইলটের বিমান দখল করার চেষ্টা করেন, কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন।
-
স্বাধীনতার পর তার দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব “বীরশ্রেষ্ঠ” প্রদান করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
Created: 1 month ago
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
Created: 6 months ago
A
আসামিড্যা
B
মেহেরপুর বিধবা পল্লী
C
চুকনগর
D
রায়ের বাজার
১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর গ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা ঘটে। এতে এক ব্যাটালিয়ন পাকিস্তানি সেনা ব্রাশফায়ার করে ৪ ঘণ্টায় অন্তত ১২ হাজার নিরীহ মানুষকে হত্যা করে। উল্লেখ্য, চুকনগরের পাশে ভদ্রা নদীর পানিতে গণহত্যায় নিহত অনেক লাশ ভাসিয়ে দেওয়া হয়।
0
Updated: 6 months ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 1 month ago
A
৪টি
B
৩টি
C
৫টি
D
৬টি
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার মোট ৬৭৬ জনকে চার ধরনের বীরত্বসূচক খেতাব প্রদান করে।
-
সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ—৭ জন।
-
দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম—৬৮ জন।
-
তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম—১৭৫ জন।
-
চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক—৪২৬ জন।
0
Updated: 1 month ago