বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমানের বিমান বিধ্বস্ত হয়েছিল কোথায়?
A
করাচি
B
লাহোর
C
থাট্টা
D
কাশ্মীর
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অমর নায়ক।
-
তিনি ১৯৪১ সালের ২৯ নভেম্বর ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন।
-
প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঢাকা কলেজিয়েট স্কুলে, পরে পড়াশোনা করেন পশ্চিম পাকিস্তানের সারগোদার পাকিস্তান বিমানবাহিনী পাবলিক স্কুলে।
-
পাকিস্তান বিমানবাহিনী একাডেমী থেকে ১৯৬৩ সালের জুনে কমিশন লাভ করেন।
-
করাচিতে জেট কনভার্সন কোর্স সম্পন্ন করে পেশোয়ারে জেট পাইলট হিসেবে যোগ দেন।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন ছুটিতে এসে ভৈরবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধে অংশগ্রহণ করেন।
-
পারিবারিক চাপের কারণে পাকিস্তানে ফিরে যান এবং বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন।
-
১৯৭১ সালের ২০ আগস্ট, করাচি থেকে উড্ডয়নের সময় তিনি প্রশিক্ষণরত পাইলটের বিমান দখল করার চেষ্টা করেন, কিন্তু বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন।
-
স্বাধীনতার পর তার দেশপ্রেম ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব “বীরশ্রেষ্ঠ” প্রদান করা হয়।

0
Updated: 15 hours ago
’কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 15 hours ago
A
জাপানে
B
কানাডায়
C
যুক্তরাষ্ট্রে
D
জার্মানিতে
‘কনসার্ট ফর বাংলাদেশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি করা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদান। তিনি তাঁর শিষ্য ও বন্ধু, বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন।
-
কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা।
-
পশ্চিমা তারকাদের মধ্যে জর্জ হ্যারিসন ছাড়াও উপস্থিত ছিলেন রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন প্রমুখ।
-
অনুষ্ঠানটি ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয় এবং ২ লাখ ৪৩ হাজার ৪১৮.৫০ ডলার সংগ্রহ করা হয়।

0
Updated: 15 hours ago
মুক্তিযুদ্ধকালীন পার্বত্য চট্টগ্রাম জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
Created: 15 hours ago
A
২নং সেক্টর
B
১নং সেক্টর
C
৪নং সেক্টর
D
৮নং সেক্টর
১নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত ছিল।
-
সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
-
প্রথম সেক্টর প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম।
-
এই সেক্টরের পাঁচটি সাব-সেক্টর এবং কমান্ডাররা:
-
ঋষিমুখ: ক্যাপ্টেন শামসুল ইসলাম
-
শ্রীনগর: ক্যাপ্টেন মতিউর রহমান, পরে ক্যাপ্টেন মাহফুজুর রহমান
-
মনুঘাট: ক্যাপ্টেন মাহফুজুর রহমান
-
তবলছড়ি: সুবেদার আলী হোসেন
-
ডিমাগিরী: জনৈক সুবেদার
-
-
এই সেক্টরে প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন।
-
এর মধ্যে প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য ছিলেন (ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) এবং প্রায় আট হাজার ছিলেন গণবাহিনীর সদস্য।
-
-
এ বাহিনীর গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

0
Updated: 15 hours ago
’অপারেশন সার্চলাইট’ কত তারিখে শুরু হয়?
Created: 15 hours ago
A
১৯৭১ সালের ২৬ মার্চ
B
১৯৭১ সালের ২৭ মার্চ
C
১৯৭১ সালের ২৫ মার্চ
D
১৯৭১ সালের ৩১ মার্চ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাদের চালানো ব্যাপক গণহত্যা অভিযানকে অপারেশন সার্চলাইট বলা হয়। এই অভিযান ২৫ মার্চ রাতে শুরু হলেও এর পরিকল্পনা মার্চ মাসের শুরু থেকেই করা হয়েছিল।
-
১৬ মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু পাকিস্তানি সরকার গোপনে সময়ক্ষেপণ করে এবং পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক প্রস্তুতি নেয়।
-
১৮ মার্চ লে. জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা তৈরি করেন।
-
২৫ মার্চ রাতে গণহত্যা কার্যক্রম কার্যকর হয় এবং এ অভিযানের তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।

0
Updated: 15 hours ago