স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘চরমপত্র‘ কে উপস্থাপন করতেন?
A
গাজী মাজহারুল ইসলাম
B
গোলাপ হায়দার চৌধুরি
C
এম. আর. আখতার মুকুল
D
আপেল মাহমুদ
উত্তরের বিবরণ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ সরকারের প্রবাসী শাখা কর্তৃক প্রতিষ্ঠিত বেতার কেন্দ্র।
-
প্রাথমিক যাত্রা শুরু হয় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।
-
এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়।
-
১৯৭১ সালের ৩০ মার্চ পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ চালায়, ফলে কেন্দ্রটি অচল হয়ে যায়।
-
২৫ মে ১৯৭১ তারিখে কেন্দ্রটি কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং একই দিন থেকে কার্যক্রম শুরু করে।
-
স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’।
-
জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণ তুলে ধরা হতো।
-
চরমপত্র সিরিজ পরিকল্পনা করেন আব্দুল মান্নান।
-
অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন এম.আর. আখতার মুকুল।

0
Updated: 15 hours ago
’কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 15 hours ago
A
জাপানে
B
কানাডায়
C
যুক্তরাষ্ট্রে
D
জার্মানিতে
‘কনসার্ট ফর বাংলাদেশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত সৃষ্টি করা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা প্রদান। তিনি তাঁর শিষ্য ও বন্ধু, বিশ্বখ্যাত ব্যান্ড দ্য বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেন।
-
কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা।
-
পশ্চিমা তারকাদের মধ্যে জর্জ হ্যারিসন ছাড়াও উপস্থিত ছিলেন রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন প্রমুখ।
-
অনুষ্ঠানটি ৪০ থেকে ৫০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠিত হয় এবং ২ লাখ ৪৩ হাজার ৪১৮.৫০ ডলার সংগ্রহ করা হয়।

0
Updated: 15 hours ago
"আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?
Created: 4 months ago
A
মওলানা ভাসানী
B
আবুল ফজল
C
শহীদুল্লা কায়সার
D
শেখ মুজিবুর রহমান
সাধারণ জ্ঞান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতা
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
'আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোক লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ। বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী, দ্বিতীয় বইটি কারাগারের রোজনামচা।

0
Updated: 4 months ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীরত্বসূচক খেতাব লাভ করেন কে?
Created: 15 hours ago
A
সাইমন ড্রিং
B
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
C
রবি শংকর
D
অ্যালেন গিন্সবার্গ
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনকারী একমাত্র বিদেশি নাগরিক, যিনি বীরপ্রতীক খেতাব লাভ করেছেন।
-
তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে।
-
১৯৭১ সালে তিনি ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

0
Updated: 15 hours ago