কর্ণফুলী নদীর প্রধান উপনদী কোনটি?
A
নাফ নদী
B
হাড়িবাঙ্গা নদী
C
কাপ্তাই নদী
D
ফেনী নদী
উত্তরের বিবরণ
কর্ণফুলী নদী হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চালের প্রধান নদী, যা চট্টগ্রামের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়।
-
উৎপত্তিস্থল: লুসাই পাহাড়
-
দৈর্ঘ্য: ৩২০ কিলোমিটার
-
প্রধান উপনদী: কাপ্তাই, হালদা, কাসালায়ং, রাঙখিয়াং
-
বিশেষ তথ্য: চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত

0
Updated: 15 hours ago
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 2 weeks ago
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago